Ajker Patrika

ঢাকা লিগে মুশফিক-মিরাজদের কী হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২৩: ৪৭
Thumbnail image

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এই মৌসুমে শক্তিশালী দল গঠন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মতিঝিলের ক্লাবটি দলে টানে মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের মতো ক্রিকেটারকে। কিন্তু প্রথমজন কয়েকটি ম্যাচ খেললেও বাকিরা খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকা সফরের কারণে। 

তারকাদের অনুপস্থিতির প্রভাব পড়েছে মোহামেডানের পারফরম্যান্সে। সুপার লিগে উঠতে ব্যর্থ হয়েছে তারা। তবে মোহামেডান রবিন লিগ রাউন্ড থেকে বাদ পড়লেও সুপার সিক্সে খেলার সুযোগ থাকছে সাকিব, মিরাজ, মুশফিকদের। এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলায় তাঁরা চাইলে সুপার লিগে অন্য ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন। সে ক্ষেত্রে ছাড়পত্র লাগবে মোহামেডানের। 

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) সূত্রে এমনটিই জানা গেছে। অন্য দলের হয়ে খেলতে গেলে অবশ্য কিছু নিয়মনীতি অনুসরণ করতে হবে ক্রিকেটারদের। এ প্রসঙ্গে জানতে চাইলে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেছেন, ‘এখনো কোনো ক্রিকেটার এ বিষয়ে যোগাযোগ করেননি। কেউ অন্য দলের হয়ে খেলতে আবেদন করলে আমরা বিষয়টি নিয়ে চিন্তা করব।’ 

ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরার পর মোহামেডানের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। তবে দেশে থেকেও দলের সঙ্গে যোগ দেননি সাকিব। সুপার লিগে তিনি খেলবেন কিনা সেটাও নিশ্চিত করে বলা কঠিন। তবে মুশফিক, মিরাজরা খেলতে পারেন সুপার লিগে। এ প্রসঙ্গে আজ আজকের পত্রিকাকে মিরাজ বলেছেন, ‘যদি সুযোগ থাকে, খেলব ৷ কিন্তু কোন দলে খেলব, এখনো ঠিক হয়নি’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত