Ajker Patrika

তামিম যেভাবে ‘বসন্তবরণ’ করলেন সাগরিকায়

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ০২
তামিম যেভাবে ‘বসন্তবরণ’ করলেন সাগরিকায়

বিশ্ব ভালোবাসা দিবস আজ। বইছে বসন্তের হাওয়া। এমনই দিনে ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শকদের যেন ভালোবাসা দিবসেরই উপহার দিলেন তামিম ইকবাল। একের পর এক শটে মুগ্ধ করেছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। 

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিম খেলছেন ফরচুন বরিশালের হয়ে। একই সঙ্গে দলটির অধিনায়কও তিনি। চট্টগ্রামে আজ দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস জিতে নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। বরাবরের মতো ‘অ্যাঙ্করিং রোলে’ খেলা শুরু করেন তামিম। প্রথম ১৩ বলে করেন ৬ রান। পঞ্চম ওভার থেকেই তামিমের ব্যাটে ছোটে রানের ফল্গুধারা। ওভারটির প্রথম বলে আরাফাত সানিকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কায় শুরু তামিমের। এরপর একই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার ও ছক্কা মারেন তামিম। এক বল ডট খেলে পঞ্চম বলে সোজা ছক্কা মারেন তিনি। সানির করা ওভার থেকে একাই ২১ রান নিয়ে তামিম যেন জানান দিলেন, বুমবুম তামিমের ঝড় শুরু এখন। 

সানির পর শন উইলিয়ামসও বাউন্ডারি হজম করেছেন তামিমের কাছে। অষ্টম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে উইলিয়ামসকে চার ও ছক্কা মারেন তামিম। ৩৪ বলে ফিফটি তুলে নিয়েছেন তামিম। ফিফটির পর হয়েছেন আরও বিধ্বংসী। ১৩তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তিনি ছক্কা ও চার মেরেছেন এসএম মেহেরব।  ১৪তম ওভারের দ্বিতীয় বলে  আলাউদ্দিন বাবুকে পুল শটে মেরেছেন তামিম। ঠিক তার পরের বলেই আউট হয়েছেন তামিম। ৪৫ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে ছক্কার সেঞ্চুরি করেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে তাঁর ছক্কা ১০৩। ২৭৩ রান করে ২০২৪ বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন তিনি। তাতে পেছনে ফেলেছেন নাঈম শেখকে। ২৬৬ রান করে নাঈম এবারের বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান নাঈমের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত