দীর্ঘদিন জাতীয় দলের বাইরে নাসির হোসেন। মাঝে চোটের কারণে সবশেষ বিপিএলেও খেলতে পারেননি তিনি। এবার ফিরেই দুর্দান্ত ছন্দে আছেন ঢাকা ডমিনেটরসের অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য অনেকের কাছ থেকেই প্রশংসা পাচ্ছেন এই অলরাউন্ডার।
এবার নাসিরের প্রশংসা করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। জাতীয় দলের প্রধান নির্বাচক বলেছেন, ‘সে ভালো প্রত্যাবর্তন করেছে। তবে আগে তাকে খেলতে দিন।’ আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সামনে এমনটিই জানিয়েছেন তিনি।
নান্নু বলেছেন, ‘অনেক দিন পর এসে খেলছে, ভালো খেলছে। তাকে আগে খেলতে দিন। ধারাবাহিক হতে হবে। কারণ, অনেক দিন পর ক্রিকেটে ফিরে পারফর্ম করা একজন খেলোয়াড়ের জন্য বিরাট ব্যাপার। সে ভালো প্রত্যাবর্তন করেছে।’
এবারের বিপিএলে আজকের ম্যাচের আগে ৫ ম্যাচ খেলে ২১৫ রান করেছেন নাসির। রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে তিনে আছেন এই ব্যাটার। সঙ্গে বোলিংয়েও ৫ উইকেট নিয়েছেন তিনি। এভাবে খেললে তাঁকে জাতীয় দলের জন্য আবারও বিবেচনা করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে নান্নু বলেছেন, ‘ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ায় থাকলে অবশ্যই বিবেচনা করা হবে।’
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে নাসির হোসেন। মাঝে চোটের কারণে সবশেষ বিপিএলেও খেলতে পারেননি তিনি। এবার ফিরেই দুর্দান্ত ছন্দে আছেন ঢাকা ডমিনেটরসের অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য অনেকের কাছ থেকেই প্রশংসা পাচ্ছেন এই অলরাউন্ডার।
এবার নাসিরের প্রশংসা করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। জাতীয় দলের প্রধান নির্বাচক বলেছেন, ‘সে ভালো প্রত্যাবর্তন করেছে। তবে আগে তাকে খেলতে দিন।’ আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সামনে এমনটিই জানিয়েছেন তিনি।
নান্নু বলেছেন, ‘অনেক দিন পর এসে খেলছে, ভালো খেলছে। তাকে আগে খেলতে দিন। ধারাবাহিক হতে হবে। কারণ, অনেক দিন পর ক্রিকেটে ফিরে পারফর্ম করা একজন খেলোয়াড়ের জন্য বিরাট ব্যাপার। সে ভালো প্রত্যাবর্তন করেছে।’
এবারের বিপিএলে আজকের ম্যাচের আগে ৫ ম্যাচ খেলে ২১৫ রান করেছেন নাসির। রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে তিনে আছেন এই ব্যাটার। সঙ্গে বোলিংয়েও ৫ উইকেট নিয়েছেন তিনি। এভাবে খেললে তাঁকে জাতীয় দলের জন্য আবারও বিবেচনা করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে নান্নু বলেছেন, ‘ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ায় থাকলে অবশ্যই বিবেচনা করা হবে।’
জাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৩ ঘণ্টা আগেবেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
৬ ঘণ্টা আগেইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
৬ ঘণ্টা আগে