Ajker Patrika

নান্নু বলছেন, নাসিরকে আগে খেলতে দিন

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২২: ১৬
নান্নু বলছেন, নাসিরকে আগে খেলতে দিন

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে নাসির হোসেন। মাঝে চোটের কারণে সবশেষ বিপিএলেও খেলতে পারেননি তিনি। এবার ফিরেই দুর্দান্ত ছন্দে আছেন ঢাকা ডমিনেটরসের অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য অনেকের কাছ থেকেই প্রশংসা পাচ্ছেন এই অলরাউন্ডার।

এবার নাসিরের প্রশংসা করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। জাতীয় দলের প্রধান নির্বাচক বলেছেন, ‘সে ভালো প্রত্যাবর্তন করেছে। তবে আগে তাকে খেলতে দিন।’ আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সামনে এমনটিই জানিয়েছেন তিনি।

নান্নু বলেছেন, ‘অনেক দিন পর এসে খেলছে, ভালো খেলছে। তাকে আগে খেলতে দিন। ধারাবাহিক হতে হবে। কারণ, অনেক দিন পর ক্রিকেটে ফিরে পারফর্ম করা একজন খেলোয়াড়ের জন্য বিরাট ব্যাপার। সে ভালো প্রত্যাবর্তন করেছে।’

এবারের বিপিএলে আজকের ম্যাচের আগে ৫ ম্যাচ খেলে ২১৫ রান করেছেন নাসির। রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে তিনে আছেন এই ব্যাটার। সঙ্গে বোলিংয়েও ৫ উইকেট নিয়েছেন তিনি। এভাবে খেললে তাঁকে জাতীয় দলের জন্য আবারও বিবেচনা করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে নান্নু বলেছেন, ‘ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ায় থাকলে অবশ্যই বিবেচনা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত