Ajker Patrika

কোচ জালাল চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০৪
কোচ জালাল চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

প্রখ্যাত ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটায় তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। কীর্তিমান এই কোচ বহুদিন ধরে ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। 

১ সেপ্টেম্বর শ্বাসকষ্ট নিয়ে প্রথমবার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী। আট দিন চিকিৎসা শেষে বাসায়ও ফিরেছিলেন তিনি। এরপর ফেসবুকে লেখেন, ‘মুঠো মুঠো ওষুধ, বাড়তি অক্সিজেনের ব্যবস্থা আর নানা বিধিনিষেধ  দিয়ে ডাক্তার বাড়ি পাঠিয়েছেন। বিপন্ন ফুসফুস নিয়ে আরও কিছুদিন ঠেলাধাক্কার জীবনযাপনের অনুশীলন করতে হবে। সবাই শুভকামনা রাখবেন।’ 

কিন্তু কদিন না যেতেই আবারও শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে গত ১৫ সেপ্টেম্বর পুনরায় একই হাসপাতালে ভর্তি করা হয় জালাল আহমেদ চৌধুরীকে। সেখানে আইসিইউতে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাঁকে এবার ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। 

জালাল আহমেদ চৌধুরীর চিকিৎসার খোঁজখবর রাখা বিসিবির ম্যাচ রেফারি দেবব্রত দুপুর ১২টার দিকে বলেন, ‘শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে (জালাল চৌধুরী) কাল রাত আড়াইটায় ভেন্টিলেশনে নেওয়া হয়। একটু আগে চিকিৎসকেরা তাঁর চিকিৎসার সর্বশেষ অবস্থা আমাদের জানিয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, ভেন্টিলেশনে যদি উন্নতি হয় এবং শরীর যদি সাড়া দেয়, সে ক্ষেত্রে তাঁরা আগামীকাল একটি পরীক্ষা করাবেন। এরপর বাকিটা বলা যাবে।’ 

জালাল চৌধুরীর শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় দেশের বাইরে থাকা তাঁর সন্তানেরা সোমবার দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত