ক্রীড়া ডেস্ক
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব সম্পর্কে পাকিস্তানের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি বলাবলি করেন সাধারণত। তবে এবার এই বিতর্ক যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। দুই দিন পরেই বক্সিং ডে টেস্ট—তার আগমুহূর্তে প্যাট কামিন্স-স্টিভেন স্মিথরা দাবি করলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির চেয়েও শক্তিশালী। তারাই ক্রিকেটের শাসনকর্তা।
মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের আগেই এই বিতর্ক! অস্ট্রেলিয়ার সাত ক্রিকেটারকে নিয়ে এবিসি স্পোর্ট একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই তাঁদের বিসিসিআইকে ও আইসিসি সম্পর্কে এক শব্দে ব্যাখ্যা করতে বলা হয়। প্রথমেই টেস্ট অধিনায়ক কামিন্স শুরু করেন, যিনি এক শব্দে আইসিসি ও বিসিসিআইকে ব্যাখ্যা দেন, ‘বিগ’।
ব্যাট হাতে ছন্দে থাকা ট্রাভিস হেড বিসিসিআইকে শাসনকর্তা হিসেবে বর্ণনা করে বলেছেন ‘রুলারস’ (শাসক)। আর আইসিসিকে বলেছেন ‘সেকেন্ড’। গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি ও স্টিভ স্মিথ বিসিসিআইকে ক্ষমতাশালী আখ্যা দিয়ে এক শব্দে বলেন ‘পাওয়ারফুল’। নাথান লায়ন আইসিসিকে বলেছেন ‘বস’। তারপরই স্মিথ মজা করে বিসিসিআইকে উদ্দেশ্য করে আইসিসিকে বলেছেন ‘ততটা শক্তিশালী নয়’ (ভারতীয় বোর্ডের চেয়ে)।
মুখে চওড়া হাসিতে স্মিথ তাঁর মন্তব্য দ্রুত পরিবর্তনও করেন, ‘না, না, আমি এটা বলতে পারি না। এটা একটা মজা ছিল।’ এরপর তিনি আইসিসিকে ‘লিডারস’ বলে বর্ণনা করেন। উসমান খাজা বিসিসিআইকে ‘পাওয়ারফুল’ আখ্যা দেন, মন্তব্য করেননি আইসিসিকে নিয়ে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব সম্পর্কে পাকিস্তানের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি বলাবলি করেন সাধারণত। তবে এবার এই বিতর্ক যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। দুই দিন পরেই বক্সিং ডে টেস্ট—তার আগমুহূর্তে প্যাট কামিন্স-স্টিভেন স্মিথরা দাবি করলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির চেয়েও শক্তিশালী। তারাই ক্রিকেটের শাসনকর্তা।
মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের আগেই এই বিতর্ক! অস্ট্রেলিয়ার সাত ক্রিকেটারকে নিয়ে এবিসি স্পোর্ট একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই তাঁদের বিসিসিআইকে ও আইসিসি সম্পর্কে এক শব্দে ব্যাখ্যা করতে বলা হয়। প্রথমেই টেস্ট অধিনায়ক কামিন্স শুরু করেন, যিনি এক শব্দে আইসিসি ও বিসিসিআইকে ব্যাখ্যা দেন, ‘বিগ’।
ব্যাট হাতে ছন্দে থাকা ট্রাভিস হেড বিসিসিআইকে শাসনকর্তা হিসেবে বর্ণনা করে বলেছেন ‘রুলারস’ (শাসক)। আর আইসিসিকে বলেছেন ‘সেকেন্ড’। গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি ও স্টিভ স্মিথ বিসিসিআইকে ক্ষমতাশালী আখ্যা দিয়ে এক শব্দে বলেন ‘পাওয়ারফুল’। নাথান লায়ন আইসিসিকে বলেছেন ‘বস’। তারপরই স্মিথ মজা করে বিসিসিআইকে উদ্দেশ্য করে আইসিসিকে বলেছেন ‘ততটা শক্তিশালী নয়’ (ভারতীয় বোর্ডের চেয়ে)।
মুখে চওড়া হাসিতে স্মিথ তাঁর মন্তব্য দ্রুত পরিবর্তনও করেন, ‘না, না, আমি এটা বলতে পারি না। এটা একটা মজা ছিল।’ এরপর তিনি আইসিসিকে ‘লিডারস’ বলে বর্ণনা করেন। উসমান খাজা বিসিসিআইকে ‘পাওয়ারফুল’ আখ্যা দেন, মন্তব্য করেননি আইসিসিকে নিয়ে।
ওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
১০ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
৪২ মিনিট আগেডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচটা ধরতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোনা যায় গর্জন। মিরপুরে দর্শকদের এই উচ্ছ্বাস যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উচ্ছ্বাস। সেই সিরিজ জয়টাও এল এক ম্যাচ হাতে রেখেই। তবে জাকের আলী অনিক এখানেই থামতে চান না।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টি তো দূরে থাক। আন্তর্জাতিক ক্রিকেটেই এ বছরে বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ বাজে। জিততেই যেন ভুলে গিয়েছিল দলটি। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল দলটি। যে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ অনেক পিছিয়ে, সেই সংস্করণে এখন নিয়মিত ম্যাচ জিতছে তারা।
২ ঘণ্টা আগে