Ajker Patrika

স্মিথ-কামিন্সদের মতে, ভারতীয় বোর্ডই ক্রিকেট চালায়

ক্রীড়া ডেস্ক    
ছবি: এএফপি
ছবি: এএফপি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব সম্পর্কে পাকিস্তানের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি বলাবলি করেন সাধারণত। তবে এবার এই বিতর্ক যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। দুই দিন পরেই বক্সিং ডে টেস্ট—তার আগমুহূর্তে প্যাট কামিন্স-স্টিভেন স্মিথরা দাবি করলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির চেয়েও শক্তিশালী। তারাই ক্রিকেটের শাসনকর্তা।

মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের আগেই এই বিতর্ক! অস্ট্রেলিয়ার সাত ক্রিকেটারকে নিয়ে এবিসি স্পোর্ট একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই তাঁদের বিসিসিআইকে ও আইসিসি সম্পর্কে এক শব্দে ব্যাখ্যা করতে বলা হয়। প্রথমেই টেস্ট অধিনায়ক কামিন্স শুরু করেন, যিনি এক শব্দে আইসিসি ও বিসিসিআইকে ব্যাখ্যা দেন, ‘বিগ’।

ব্যাট হাতে ছন্দে থাকা ট্রাভিস হেড বিসিসিআইকে শাসনকর্তা হিসেবে বর্ণনা করে বলেছেন ‘রুলারস’ (শাসক)। আর আইসিসিকে বলেছেন ‘সেকেন্ড’। গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি ও স্টিভ স্মিথ বিসিসিআইকে ক্ষমতাশালী আখ্যা দিয়ে এক শব্দে বলেন ‘পাওয়ারফুল’। নাথান লায়ন আইসিসিকে বলেছেন ‘বস’। তারপরই স্মিথ মজা করে বিসিসিআইকে উদ্দেশ্য করে আইসিসিকে বলেছেন ‘ততটা শক্তিশালী নয়’ (ভারতীয় বোর্ডের চেয়ে)।

মুখে চওড়া হাসিতে স্মিথ তাঁর মন্তব্য দ্রুত পরিবর্তনও করেন, ‘না, না, আমি এটা বলতে পারি না। এটা একটা মজা ছিল।’ এরপর তিনি আইসিসিকে ‘লিডারস’ বলে বর্ণনা করেন। উসমান খাজা বিসিসিআইকে ‘পাওয়ারফুল’ আখ্যা দেন, মন্তব্য করেননি আইসিসিকে নিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত