Ajker Patrika

বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ নিউজিল্যান্ডের আরেক ভরসা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ নিউজিল্যান্ডের আরেক ভরসা 

বেশ ভালো প্রস্তুতি নিয়েই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড দল। আসার আগে নিজেদের মাঠে মন্থর উইকেটে অনুশীলন করে এসেছে তারা। বর্তমান কিউই দলে আছেন একাধিক বাংলাদেশ দলের সাবেক কোচ। ব্যাটিং কোচ থিলান সামারাভিরা তাঁদেরই একজন। বাংলাদেশ দলের সাবেক এই শ্রীলঙ্কান কোচ কিউই ব্যাটসম্যানদের সাকিব–মোস্তাফিজদের খেলার টোটকা দিচ্ছেন নিশ্চিত। 

দ্বিতীয় সারির দল নিয়ে এলেও বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করারই প্রত্যয় নিউজিল্যান্ডের। কন্ডিশন আর উইকেট যে বড় বাধা হতে পারে, সেটা কিউইরা বেশ ভালো করেই জানে। তাদের লঙ্কান ব্যাটিং কোচ সামারাভিরার কাছ থেকে সেভাবেই পরামর্শ পেয়েছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। স্পিনার এজাজ প্যাটেলের কথায়ও সেটা বোঝা গেল, ‘আমাদের ব্যাটিং কোচ থিলান সামারাভিরার সঙ্গে কথা বলেছি। তিনি এই ধরনের কন্ডিশেন ব্যাটিং করে অভ্যস্ত ছিলেন। ব্যাটসম্যানদের কাছে তিনি কী প্রত্যাশা করছেন, সেটা নিয়ে কথা হয়েছে। কীভাবে খেলতে হবে সেটাই আয়ত্ত করছি।’

নিজেদের কন্ডিশনে বাংলাদেশ যে শক্তিশালী দল সেটা অজানা নয় এজাজের। কিউই স্পিনার বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে তারাও (বাংলাদেশ) স্পিন ভালো খেলে। ঘরের মাঠে সব সময় খেলে তারা। এই ধরনের কন্ডিশনের অনেক বড় প্রতিপক্ষকে তারা হারিয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে আমরা যেন ম্যাচে থাকতে পারি। স্কিল আরও ভালোভাবে আয়ত্ত করতে হবে যাতে ম্যাচে সেটি কাজে লাগাতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত