Ajker Patrika

সাকিবকে অধিনায়ক হিসেবে কেন বেছে নিলেন পাপন

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৯: ২২
সাকিবকে অধিনায়ক হিসেবে কেন বেছে নিলেন পাপন

বাংলাদেশের পরবর্তী ওয়ানডে অধিনায়ক কে হবেন—তামিম ইকবাল নেতৃত্ব ছাড়ার পরই এ আলোচনা চলছিল। অবশেষে আজ সেই প্রশ্নের উত্তর মিলেছে। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক এখন সাকিব আল হাসান। 

ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। এর মধ্যে অধিনায়ক হিসেবে সাকিব ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সেরা পছন্দ। শেষ পর্যন্ত আজ সাকিবকেই বেছে নিয়েছেন পাপন। ২০২৩ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। 

সাকিবের নেতৃত্বে এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ৮ টি-টোয়েন্টি খেলে ৭ ম্যাচ জিতেছে বাংলাদেশ। যার মধ্যে রয়েছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা। আয়ারল্যান্ডের বিপক্ষেও ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সময়ে ৪৬.৩৩ গড় ও ১৩৩.৩৫ স্ট্রাইক রেটে করেছেন ১৩৯ রান। ৬.১২ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। আফগানদের বিপক্ষে হয়েছেন সিরিজসেরা। আর আইরিশদের বিপক্ষে মিরপুর টেস্টে করেছেন ৮৭ রান ও ২ উইকেট নিয়েছেন। তার আগে গত বছর সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে ১৫ বছর পর জয় পায় বাংলাদেশ। গুলশানে নিজের বাসভবনে আজ সাংবাদিকদের পাপন বলেন, ‘ওর প্রতিভা নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, সাম্প্রতিক সময়ে। গত এক বছর ধরে দেখছি। সেটা হচ্ছে, সাকিবের ব্যাপারে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, ও কতটা সিরিয়াস, কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না। এখন দেখছি ক্রিকেট নিয়ে ওর চেয়ে সিরিয়াস কেউ নেই।’ 

কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এ বছর সাকিব খেলেছেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। ৪ ম্যাচ খেলে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। আর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব খেলছেন গল টাইটানসের হয়ে। ৫ ম্যাচ খেলে ১৭.৫০ গড় ও ১২৫ স্ট্রাইক রেটে করেছেন ৭০ রান। ৫ উইকেট নিয়েছেন ৭.০৫ ইকোনমিতে। সাকিবের কানাডা, শ্রীলঙ্কায় খেলার কথাও বলেছেন পাপন, ‘আমাদের যে পরিমাণ খেলা, সেগুলো তো খেলছেই। নিয়মিত খেলে যাচ্ছে। কানাডায় গেল, এখন আবার শ্রীলঙ্কায় গেল। এই যে এখন বিশ্বকাপে অধিনায়কত্বের দায়িত্ব, আমার কাছে মনে হয়, সে এখন পুরোপুরি ক্রিকেটে মনোযোগী। এটা আমাদের জন্য খুব বড় বিষয়। ওর সামর্থ্য ও সম্ভাবনা নিয়ে কখনো কারও সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত