Ajker Patrika

ব্রাভোর সঙ্গে ‘এলিট ক্লাবে’ রশিদ খান

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৩: ৪৬
ব্রাভোর সঙ্গে ‘এলিট ক্লাবে’ রশিদ খান

আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি, রশিদ খানের ঘূর্ণিতে ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখেন। টি-টোয়েন্টিতে এবার ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রশিদ। আফগান লেগস্পিনারের আগে এই কীর্তি গড়েছিলেন ডোয়াইন ব্রাভো। 

দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি লিগে এমআই কেপটাউনের হয়ে খেলছেন রশিদ। কেপটাউন দলকে নেতৃত্বও দিচ্ছেন আফগান এই লেগস্পিনার। টি-টোয়েন্টিতে ৪৯৭ উইকেট নিয়ে গতকাল কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমেছিলেন রশিদ। ৪ ওভার বোলিং করে ১৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ক্লাইড ফরচুইনকে বোল্ড করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন রশিদ। ৫০০ উইকেট নিতে রশিদকে খেলতে হয়েছে ৩৭১ ম্যাচ। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রশিদের ওপরে আছেন ব্রাভো। ক্যারিবীয় এই অলরাউন্ডার ৫৫৬ ম্যাচে নিয়েছেন ৬১৪ উইকেট। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়া শীর্ষ ছয় বোলার:

১। ডোয়েইন ব্রাভো:  ৬১৪ উইকেট; ৫৫৬ ম্যাচ

২। রশিদ খান:  ৫০০ উইকেট; ৩৭১ ম্যাচ

৩। সুনিল নারাইন:  ৪৭৪ উইকেট; ৪৩৫ ম্যাচ

৪। ইমরান তাহির:  ৪৬৬ উইকেট; ৩৭৩ ম্যাচ

৫। সাকিব আল হাসান:  ৪৩৬ উইকেট; ৩৮৯ ম্যাচ

৬। ওয়াহাব রিয়াজ:  ৪০১ উইকেট; ৩৩৫ ম্যাচ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত