২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিল স্যাম কারানের প্রথম বিশ্বকাপ। প্রথম বিশ্বকাপেই ফাইনাল সেরা ও টুর্নামেন্ট সেরা হলেন কারান। জায়গাও করে নিলেন আইসিসির ২০২২ টি-টোয়েন্টি দলে।
কারান ছাড়া এই দলে আছেন জস বাটলার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সিকান্দার রাজার মতো তারকা ক্রিকেটাররা। বাটলারের নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। আইসিসির ২০২২ টি-টোয়েন্টি দলের অধিনায়ক, উইকেটরক্ষক—দুটোই হলেন বাটলার।
আর সূর্যকুমার ছিলেন গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন কোহলি। আর সাদা বলের ক্রিকেটে গত বছর ‘রাজার মতো’ রাজত্ব করেছেন রাজা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে যে তিন ম্যাচ জিতেছিল, তিনটিতেই অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছিলেন এই অলরাউন্ডার।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করা জস লিটলও আছেন এই দলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আইরিশ এই পেসার। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে সর্বোচ্চ ৩ ক্রিকেটার আছেন ভারতীয় দলের। ইংল্যান্ড ও পাকিস্তানের দুজন করে ক্রিকেটার আছেন এই দলে। একজন করে ক্রিকেটার আছেন নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের।
আইসিসির ২০২২ টি-টোয়েন্টি দল
১। জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক) (ইংল্যান্ড) :
১৫ ম্যাচ; ৪৬২ রান; গড়: ৩৫.৫৩; স্ট্রাইক রেট: ১৬০.৪১; সর্বোচ্চ: ৮০ *; ফিফটি: ৪
২। মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) : ২৫ ম্যাচ; ৯৯৬ রান; গড়: ৪৫.২৭; স্ট্রাইক রেট: ১২২.৯৬; সর্বোচ্চ: ৮৮ *; ফিফটি: ১০
৩। বিরাট কোহলি (ভারত)
২০ ম্যাচ; ৭৮১ রান; গড়: ৫৫.৭৮; স্ট্রাইক রেট; ১৩৬.৪০; সর্বোচ্চ: ৮২ *; সেঞ্চুরি: ১; ফিফটি: ৮
৪। সূর্যকুমার যাদব (ভারত)
৩১ ম্যাচ; ১১৬৪ রান; গড়: ৪৬.৫৬; স্ট্রাইক রেট: ১৮৭.৪৩; সর্বোচ্চ: ১১৭; সেঞ্চুরি: ২; ফিফটি: ৯
৫। গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) :
২১ ম্যাচ; ৭১৬ রান; গড়: ৪৪.৭৫; স্ট্রাইক রেট: ১৫৬.৩৩; সর্বোচ্চ: ১০৪; সেঞ্চুরি: ১; ফিফটি: ৬
৬। সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
২৪ ম্যাচ; ৭৩৫ রান; গড়: ৩৫; স্ট্রাইক রেট: ১৫০.৯২; সর্বোচ্চ: ৮৭; ফিফটি: ৫; উইকেট: ১০; ইকোনমি: ৬.৫০
৭। হার্দিক পান্ডিয়া (ভারত)
২৭ ম্যাচ; ৬০৭ রান; গড়: ৩৩.৭২; স্ট্রাইক রেট: ১৪৫.৯১; সর্বোচ্চ: ৭১ *; ফিফটি: ৩; ২০ উইকেট; ইকোনমি: ৮.৫০; সেরা বোলিং: ৪ / ৩৩
৮। স্যাম কারান (ইংল্যান্ড)
১৯ ম্যাচ; ২৫ উইকেট; ইকোনমি: ৭.৫৬; সেরা বোলিং: ৫ / ১০
৯। ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
১৯ ম্যাচ; ৩৪ উইকেট; ইকোনমি: ৭.৪০; সেরা বোলিং: ৪ / ৩৩
১০। হারিস রউফ (পাকিস্তান)
২৩ ম্যাচ; ৩১ উইকেট; ইকোনমি: ৭.৫৪; সেরা বোলিং: ৩ / ২৮
১১। জশ লিটল (আয়ারল্যান্ড)
২৬ ম্যাচ; ৩৯ উইকেট; ইকোনমি: ৭.৫৮; সেরা বোলিং: ৪ / ৩৫
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিল স্যাম কারানের প্রথম বিশ্বকাপ। প্রথম বিশ্বকাপেই ফাইনাল সেরা ও টুর্নামেন্ট সেরা হলেন কারান। জায়গাও করে নিলেন আইসিসির ২০২২ টি-টোয়েন্টি দলে।
কারান ছাড়া এই দলে আছেন জস বাটলার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সিকান্দার রাজার মতো তারকা ক্রিকেটাররা। বাটলারের নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। আইসিসির ২০২২ টি-টোয়েন্টি দলের অধিনায়ক, উইকেটরক্ষক—দুটোই হলেন বাটলার।
আর সূর্যকুমার ছিলেন গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন কোহলি। আর সাদা বলের ক্রিকেটে গত বছর ‘রাজার মতো’ রাজত্ব করেছেন রাজা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে যে তিন ম্যাচ জিতেছিল, তিনটিতেই অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছিলেন এই অলরাউন্ডার।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করা জস লিটলও আছেন এই দলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আইরিশ এই পেসার। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে সর্বোচ্চ ৩ ক্রিকেটার আছেন ভারতীয় দলের। ইংল্যান্ড ও পাকিস্তানের দুজন করে ক্রিকেটার আছেন এই দলে। একজন করে ক্রিকেটার আছেন নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের।
আইসিসির ২০২২ টি-টোয়েন্টি দল
১। জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক) (ইংল্যান্ড) :
১৫ ম্যাচ; ৪৬২ রান; গড়: ৩৫.৫৩; স্ট্রাইক রেট: ১৬০.৪১; সর্বোচ্চ: ৮০ *; ফিফটি: ৪
২। মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) : ২৫ ম্যাচ; ৯৯৬ রান; গড়: ৪৫.২৭; স্ট্রাইক রেট: ১২২.৯৬; সর্বোচ্চ: ৮৮ *; ফিফটি: ১০
৩। বিরাট কোহলি (ভারত)
২০ ম্যাচ; ৭৮১ রান; গড়: ৫৫.৭৮; স্ট্রাইক রেট; ১৩৬.৪০; সর্বোচ্চ: ৮২ *; সেঞ্চুরি: ১; ফিফটি: ৮
৪। সূর্যকুমার যাদব (ভারত)
৩১ ম্যাচ; ১১৬৪ রান; গড়: ৪৬.৫৬; স্ট্রাইক রেট: ১৮৭.৪৩; সর্বোচ্চ: ১১৭; সেঞ্চুরি: ২; ফিফটি: ৯
৫। গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) :
২১ ম্যাচ; ৭১৬ রান; গড়: ৪৪.৭৫; স্ট্রাইক রেট: ১৫৬.৩৩; সর্বোচ্চ: ১০৪; সেঞ্চুরি: ১; ফিফটি: ৬
৬। সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
২৪ ম্যাচ; ৭৩৫ রান; গড়: ৩৫; স্ট্রাইক রেট: ১৫০.৯২; সর্বোচ্চ: ৮৭; ফিফটি: ৫; উইকেট: ১০; ইকোনমি: ৬.৫০
৭। হার্দিক পান্ডিয়া (ভারত)
২৭ ম্যাচ; ৬০৭ রান; গড়: ৩৩.৭২; স্ট্রাইক রেট: ১৪৫.৯১; সর্বোচ্চ: ৭১ *; ফিফটি: ৩; ২০ উইকেট; ইকোনমি: ৮.৫০; সেরা বোলিং: ৪ / ৩৩
৮। স্যাম কারান (ইংল্যান্ড)
১৯ ম্যাচ; ২৫ উইকেট; ইকোনমি: ৭.৫৬; সেরা বোলিং: ৫ / ১০
৯। ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
১৯ ম্যাচ; ৩৪ উইকেট; ইকোনমি: ৭.৪০; সেরা বোলিং: ৪ / ৩৩
১০। হারিস রউফ (পাকিস্তান)
২৩ ম্যাচ; ৩১ উইকেট; ইকোনমি: ৭.৫৪; সেরা বোলিং: ৩ / ২৮
১১। জশ লিটল (আয়ারল্যান্ড)
২৬ ম্যাচ; ৩৯ উইকেট; ইকোনমি: ৭.৫৮; সেরা বোলিং: ৪ / ৩৫
আম্পায়ারদের সঙ্গে ক্রিকেটারদের বাজে আচরণের ঘটনা নতুন কিছু না। প্রায়ই কোনো না কোনো ঘটনায় ক্রিকেটাররা অসন্তোষ প্রকাশ করেন আম্পায়ারের সিদ্ধান্তে। বাজে আচরণে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে শাস্তিও পেয়ে থাকেন।
১৫ মিনিট আগেঅ্যাডভেঞ্চার, থ্রিলার—সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে কী ছিল না! পাঁচ ম্যাচের সিরিজে রান হয়েছে ৭১৮৭। ভেঙেচূড়ে গেছে অনেক রেকর্ড। মাঠের ক্রিকেটের বাইরেও তাক লাগানো ঘটনা ঘটেছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে। যার মধ্যে পুরস্কার বণ্টন নিয়ে আসল ঘটনা ফাঁস করেছেন দিনেশ কার্তিক।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট শেষ মুহূর্তে অনেক রোমাঞ্চ ছড়িয়েছে। গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করল ভারত।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ হয়ে গেছে কদিন আগেই। ৩৫ দিন পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপের আগে এই সময় যথেষ্ট মনে হলেও এখনই বড় দুশ্চিন্তায় পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল।
২ ঘণ্টা আগে