Ajker Patrika

ধুঁকছে বাংলাদেশ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২০
ধুঁকছে বাংলাদেশ

সাগরিকার স্পোর্টিং উইকেটে ২১৬ রান বিশাল কিছু না। কিন্তু অল্প পুঁজি গড়ে বাংলাদেশকে যে পরিমাণ চেপে ধরেছে আফগানিস্তানের বোলাররা। তাতে হিমালয় সমান হয়ে পড়ছে আফগানদের পুঁজির বিশালতা। ২৮ রান তুলতেই সাজঘরে ফিরেছেন পাঁচ স্বাগতিক ব্যাটার। 

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে ২১৫ রানে থামে আফগানরা। লক্ষ্য তাড়ায় বাংলাদেশের সংগ্রহ ২৯ / ৫ (৯ ওভার) 

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে আসেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম ওভারে দুটি বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন তামিম। কিন্তু এই জুটি বেশি দূর এগোতে দেয়নি আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকি। তৃতীয় ওভারেই এই বোলারের জোড়া শিকার লিটন (১) ও তামিম (৮)। 

চারে আসা মুশফিকুর রহিমকে (৩) নিজের তৃতীয় শিকার বানান ফারুকি। একই ওভারে এই পেসারের চতুর্থ শিকার হন ইয়াসির আলী রাব্বি। অভিষেক ম্যাচে ৫ বলে শূন্য রানে ফেরেন তিনি। 

অষ্টম ওভারে বোলিংয়ে এসে সাকিব আল হাসানকে ফেরান মুজিব উর রহমান। অফ স্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত হানলে ফেরেন সাকিব (১০)। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত