Ajker Patrika

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক প্রিন্সের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৪৯
বাংলাদেশের ব্যাটিং পরামর্শক প্রিন্সের পদত্যাগ

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সের ভবিষ্যৎ আগে থেকেই সুতোয় ঝুলছিল। নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স দায়িত্ব নেওয়ার পর প্রিন্সের না থাকার গুঞ্জন আরও জোরালো হচ্ছিল। 

শেষমেশ গুঞ্জনটাই সত্যি হলো। সাকিব আল হাসান-মুশফিকুর রহিমের ব্যাটিং গুরু হিসেবে আর দেখা যাবে না প্রিন্স। তবে ৪৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাঁটাই করেনি। তিনি নিজ থেকেই পদত্যাগ করেছেন। 

আজ বিকেলে ই-মেইলকে বিসিবিকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন প্রিন্স। আজকের পত্রিকা'কে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী। বলেছেন, ‘হ্যাঁ, আমরা প্রিন্সের পদত্যাগের ই-মেইল পেয়েছি। ব্যক্তিগত কারণে তিনি আর থাকতে চান না। যেহেতু সিডন্স দায়িত্ব নিয়েছেন, তাই অন্য কাউকে আনা হবে না।’ 

তবে দক্ষিণ আফ্রিকার একটি ওয়েবসাইট লিখেছে, পরিবারকে সময় দিতেই প্রিন্স বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছেন। 

প্রিন্স বাংলাদেশ দলের খণ্ডকালীন দায়িত্ব নিয়েছিলেন গত বছরের জুনে জিম্বাবুয়ে সফরে। সে পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হওয়ায় গত ১২ আগস্ট পূর্ণ মেয়াদে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব দেয়। সাবেক এই প্রোটিয়া ব্যাটারের চুক্তি ছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। 

তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও বিব্রতকর হারে কোচিং স্টাফ ছাঁটাইয়ের দাবি তোলেন অনেকে। 

প্রথম ‘কোপ’টা পড়ে ফিল্ডিং কোচ রায়ান কুকের ওপর। নভেম্বরে পাকিস্তান সিরিজের আগেই তাঁকে ছাঁটাই করে বিসিবি। আর এ বছর চুক্তির মেয়াদ শেষে চলে যান পেস বোলিং কোচ ওটিস গিবসন। এবার প্রিন্সও দায়িত্ব ছাড়লেন। 

বিসিবি সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত