Ajker Patrika

উড, মালানকে নিয়ে আশার বাণী বাটলারের 

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৩: ৪৯
উড, মালানকে নিয়ে আশার বাণী বাটলারের 

মার্ক উড ও ডেভিড মালানের চোট অনেক দিন ধরে ভাবাচ্ছে ইংল্যান্ডকে। যেখানে আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড। তবে ফাইনালের আগে এই দুই ক্রিকেটারকে নিয়ে আশার বাণী শোনালেন জস বাটলার। আগামীকালের ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে উড ও মালানের।

ফাইনালের আগে আজ সংবাদ সম্মেলন করেন বাটলার। উড ও মালান এই দুজনের চোট পরিস্থিতি নিয়ে কথা বলেন বাটলার। ইংলিশ অধিনায়ক বলেন, ‘ডেভিন মালান ও মার্ক উড দুজনেই উন্নতি করেছে এবং এই ম্যাচে খেলার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের ফাইনালে খেলা অনেক সম্মানের ব্যাপার। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আগামীকাল আমরা দারুণ একটা শুরু করব।’

এর আগে উড ও মালানের চোট নিয়ে কথা বলেছিলেন ম্যাথিউ মট। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের কোচ বলেন, ‘মালান ও উড সত্যিই ভুগছে। আমরা ভেবে দেখছি। তবে সময় অনেক কম। ভ্রমণের জন্য বাকি এক দিন। এরপর তারা অনুশীলন সেশন পাবে একটি। সময় খুব কম।’

৫ নভেম্বর সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন উড ও মালান। এ কারণে অ্যাডিলেডে গত বৃহস্পতিবারের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেননি তাঁরা। এই দুজনের পরিবর্তে খেলেছিলেন ক্রিস জর্ডান ও ফিল সল্ট।

এবারের বিশ্বকাপে মালান, উড প্রত্যেকেই ম্যাচ খেলেছেন চারটি করে। মালান এবারের বিশ্বকাপে অবশ্য তেমন পারফরম্যান্স করতে পারেননি। ২৮ গড়ে করেছেন ৫৬ রান, স্ট্রাইক রেট ৮২.৩৫, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। অন্যদিকে দারুণ খেলেছেন উড। ইংলিশ এই পেসার ৭.৭১ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন রোজার আগেই, ঘোষণা আসতে পারে আজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত