Ajker Patrika

এবারও আহমেদাবাদে আইপিএলের ফাইনাল

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২২: ০৭
এবারও আহমেদাবাদে আইপিএলের ফাইনাল

এবারের আইপিএলের শুরুটা যেখানে হয়েছে, শেষটাও হবে সেখানে। গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস।

প্রথম ম্যাচের দুই দল চেন্নাই ও গুজরাট ফাইনালে উঠতে পারবেন কি না, সেটা এখনই বলা না গেলেও শিরোপা নির্ধারণী ম্যাচ যে আহমেদাবাদে হচ্ছে তা নিশ্চিত। আজ কোয়ালিফায়ার ও এলিমেনেটরের সঙ্গে ফাইনাল ম্যাচের মাঠের নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

এবারের আইপিএলে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমেনেটর ম্যাচ হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। কোয়ালিফায়ার ম্যাচটি হবে ২৩ মে। ২৪ মে হবে এলিমেনেটর ম্যাচ। অন্যদিকে ফাইনালের সঙ্গে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফাইনালের উঠার দ্বিতীয় ম্যাচটি হবে ২৬ মে। আর শ্রেষ্ঠত্বের ম্যাচটি হবে ২৮ মে।

গত মৌসুমের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালও আহমেদাবাদেই হয়েছিল। শিরোপা নির্ধারণী ম্যাচে রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে গুজরাট। এবারও এই মাঠেই আইপিএলের শেষটা হতে যাচ্ছে।

বর্তমানে টুর্নামেন্ট মাঝপথে রয়েছে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের রানার্সআপ রাজস্থান। সমান ম্যাচ ও পয়েন্টে নেট রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে আছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। অন্যদিকে ৬ ম্যাচে ২ পয়েন্টে ১০ দলের মধ্যে সবার নিচে রয়েছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত