Ajker Patrika

ফারুকি-মুজিবদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে নিষেধাজ্ঞা আফগান বোর্ডের 

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮: ০৩
ফারুকি-মুজিবদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে নিষেধাজ্ঞা আফগান বোর্ডের 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আফগানিস্তান ক্রিকেটারদের জুড়ি মেলা ভার। আইপিএল থেকে শুরু করে বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগে রশিদ খান, মোহাম্মদ নবী, ফজল হক ফারুকি—আফগান তারকাদের কারো না কারো দেখা মেলেই। এবার এ ব্যাপারে কঠোর হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে তাদের বেশ কজন তারকা ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এসিবি।

মুজিব উর রহমান, ফারুকি, নাভিন উল হক-আফগানিস্তানের তিন তারকা ক্রিকেটারকে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এসিবি। তিন তারকা ক্রিকেটার কদিন আগে ১ জানুয়ারি,২০২৪ থেকে কার্যকর হওয়া কেন্দ্রীয় চুক্তির বাইরে যেতে চেয়েছিলেন বলে এসিবি গতকাল জানিয়েছে। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও খেলতে চেয়েছেন। আগামী দুই বছর অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের বর্তমান অনাপত্তিপত্রও বাতিল করা হয়েছে। ২০২৪ সালের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিও ঝুলিয়ে রাখা হয়েছে। এসিবি গতকাল এমন কঠোর সিদ্ধান্ত নিয়ে এক বিবৃতিতে বলেছে,‘আফগানিস্তানের হয়ে ক্রিকেট খেলাকে জাতীয় দায়িত্ব হিসেবে ধরা হয়। তবে এসব ক্রিকেটাররা দেশের চেয়ে বাণিজ্যিক লিগে খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা যেহেতু সরে যেতে চাইছেন, এ কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিরুদ্ধে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে।’

নিষেধাজ্ঞা দেওয়ার আগে বোর্ড একটি কমিটি নিয়োগ দিয়েছিল ঘটনার সুষ্ঠু তদন্ত করতে। এসিবির বৃহত্তর স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এসিবি জানিয়েছে। এসিবি বলেছে, ‘এসিবির নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এসিবির নীতি ও দেশের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ওপরে স্থান দেওয়ার প্রয়োজনীয়তা প্রত্যেক ক্রিকেটারকে অনুভব করতে হবে।’ 

মুজিব, ফারুকি, নাভিন-তিন আফগান তারকা ক্রিকেটারই ২০২৪ আইপিএলে দল পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্স কিনেছে ২ কোটি ভারতীয় রুপিতে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বিগব্যাশে মেলবোর্ন  রেনেগেডসে খেলছেন। নাভিন আছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে। সানরাইজার্স হায়দরাবাদ ধরে রেখেছে ফারুকিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত