Ajker Patrika

নিরাপত্তা উদ্বেগে ভারত ছাড়লেন বিশ্বকাপের পাকিস্তানি উপস্থাপিকা 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২১: ২২
নিরাপত্তা উদ্বেগে ভারত ছাড়লেন বিশ্বকাপের পাকিস্তানি উপস্থাপিকা 

বিশ্বকাপ কাভার করতে এসে কয়েক দিন না যেতেই ভারত ছাড়লেন পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া সঞ্চালিকা জয়নাব আব্বাস। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিরাপত্তা উদ্বেগে’ ভারত ছেড়েছেন সামা টিভির এই উপস্থাপিকা। তিনি এখন আছেন দুবাইয়ে। চলতি বিশ্বকাপে আইসিসির সঞ্চালিকায় তালিকায় ছিলেন জয়নাব। 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার বিনীত জিন্দল নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দিল্লির আদালতে জয়নাবের বিরুদ্ধে সাইবার আইনে অভিযোগ করেন। ৯ বছর আগে জয়নাব টুইটারে (এখন এক্স) ভারতবিরোধী এবং একটি নির্দিষ্ট ধর্মের (হিন্দু) বিরুদ্ধে কথা বলেছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ও আইসিসিকে ব্যাপারটি জানিয়েছেন বিনীত। একই সঙ্গে অনুরোধ করেছেন, বিশ্বকাপের কাজ থেকে তাঁকে যেন সরিয়ে দেওয়া হয়। 

বিনীত নিজেই টুইট করে জানিয়েছেন, দিল্লি পুলিশকে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ, ২৯৫, ৫০৬, ১২১ ধারায় জয়নাবের বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুরোধ করেছেন। এর পাশাপাশি  তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারাও প্রয়োগ করতে বলেছেন। 

যদিও জয়নাবের দেশে ফেরার কারণ এটাই কি না, তা জানা যায়নি। সূত্রের খবর, তিনি দুবাই ফিরে গিয়েছেন। সেখান থেকে দেশে ফিরবেন। 

২ অক্টোবর টুইটারে এক পোস্টে জয়নাব জানিয়েছিলেন, ভারতে কী এমন আকর্ষণ রয়েছে সেটা তিনি খতিয়ে দেখতে চান। দুই দেশের মধ্যে সংস্কৃতিগত মিল, ভাষা এবং শিল্পের সাদৃশ্য থাকলেও কেন এত বিরোধিতা, তা খুঁজে দেখতে চান। পাকিস্তানের প্রথম ম্যাচটিও কাভার করেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ না যেতেই ভারত ছাড়লেন জয়নাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত