লর্ডস টেস্টে পেয়েছিলেন ফিফটি। নটিংহ্যাম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। গতকাল আরেকটি সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফিরতে হলো জো রুটকে। এই সিরিজে আবারও স্পিনার গুডাকেশ মোতির শিকার হলেন ইংলিশ ব্যাটার।
এলবিডব্লু হয়ে ফেরা রুট ১২৪ বলে ৭ চারে করেন ৮৭ রান। ফেরার আগে গড়েছেন নতুন কীর্তি। ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক ছুঁলেন তিনি। রুটের বর্তমান টেস্ট রান—১২০২৭। যা ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ২৯১ ইনিংসে ১২৪৭২ রান নিয়ে তাঁর ওপরে আছেন শুধু অ্যালিস্টার কুক। রুট খেলেছেন ২৬১ ইনিংস।
বার্মিংহাম টেস্টে স্বাগতিকেরা ঘুরে দাঁড়িয়েছে রুটের ব্যাটে। প্রথম দিন তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে ইংল্যান্ড। সেই বিপদ তাদের পিছে পিছে ঘুরেছে গতকাল দ্বিতীয় দিনের শুরুতেও। ৩ উইকেটে ৩৮ রানে দিন শুরু করা ইংলিশদের স্কোর দ্বাদশতম ওভারে এসে দাঁড়ায়—৫/৫৪। এরপরই অধিনায়ক বেন স্টোকসকে সঙ্গে নিয়ে রুটের প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েছেন ১৪২ বলে ১১৫ রানের জুটি।
মধ্যাহ্নভোজের পর ইনিংসের ৩৪ তম ওভার করতে আসা আলঝারি জোসেফের প্রথম বলে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩৩তম ফিফটি পান স্টোকস। তিন বল পর ১২ হাজার রানের মালিক হন রুট। ২ রান নিয়ে দিন শুরু করেছিলেন এই ডানহাতি ব্যাটার। তবে দিনের শুরুতে তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সতীর্থ ওলি পোপ (১০) ও হ্যারি ব্রুকের (২) বিদায়ে।
ইনিংসের ৩৬তম ওভারে স্টোকসকেও (৫৪) হারান রুট। তবে নিজে থামেননি। জেমি স্মিথকে নিয়ে গড়েন আরেকটি জুটি। ৭৮ বলে ৬০ রানের সেই জুটি ভাঙে রুটের বিদায়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৭৩ রান করেছে ইংল্যান্ড। ক্রিস ওকসকে (২১) নিয়ে চা বিরতিতে গেছেন স্মিথ (৫৭)। ইংল্যান্ড পিছিয়ে আছে ৮ রানে।
আগেরদিন শেষদিকে ২ উইকেট নিয়ে ইংলিশদের চোখ রাঙানো পেসার জেইডেন সিলস গতকাল নিয়েছেন আরও এক উইকেট। ব্রুককে ফেরান তিনি। তার আগে দিনের শুরুতে পোপকে বোল্ড করেন শামার জোসেফ। আরেক পেসার আলঝারি নিয়েছেন ২ উইকেট। প্রথম দুই টেস্ট জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা। হোয়াইটওয়াশ এড়াতে এজবাস্টনের বার্মিংহামে শেষ টেস্টে টসে জিতে প্রথম ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৮২ করে সফরকারী উইন্ডিজ।
লর্ডস টেস্টে পেয়েছিলেন ফিফটি। নটিংহ্যাম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। গতকাল আরেকটি সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফিরতে হলো জো রুটকে। এই সিরিজে আবারও স্পিনার গুডাকেশ মোতির শিকার হলেন ইংলিশ ব্যাটার।
এলবিডব্লু হয়ে ফেরা রুট ১২৪ বলে ৭ চারে করেন ৮৭ রান। ফেরার আগে গড়েছেন নতুন কীর্তি। ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক ছুঁলেন তিনি। রুটের বর্তমান টেস্ট রান—১২০২৭। যা ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ২৯১ ইনিংসে ১২৪৭২ রান নিয়ে তাঁর ওপরে আছেন শুধু অ্যালিস্টার কুক। রুট খেলেছেন ২৬১ ইনিংস।
বার্মিংহাম টেস্টে স্বাগতিকেরা ঘুরে দাঁড়িয়েছে রুটের ব্যাটে। প্রথম দিন তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে ইংল্যান্ড। সেই বিপদ তাদের পিছে পিছে ঘুরেছে গতকাল দ্বিতীয় দিনের শুরুতেও। ৩ উইকেটে ৩৮ রানে দিন শুরু করা ইংলিশদের স্কোর দ্বাদশতম ওভারে এসে দাঁড়ায়—৫/৫৪। এরপরই অধিনায়ক বেন স্টোকসকে সঙ্গে নিয়ে রুটের প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েছেন ১৪২ বলে ১১৫ রানের জুটি।
মধ্যাহ্নভোজের পর ইনিংসের ৩৪ তম ওভার করতে আসা আলঝারি জোসেফের প্রথম বলে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩৩তম ফিফটি পান স্টোকস। তিন বল পর ১২ হাজার রানের মালিক হন রুট। ২ রান নিয়ে দিন শুরু করেছিলেন এই ডানহাতি ব্যাটার। তবে দিনের শুরুতে তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সতীর্থ ওলি পোপ (১০) ও হ্যারি ব্রুকের (২) বিদায়ে।
ইনিংসের ৩৬তম ওভারে স্টোকসকেও (৫৪) হারান রুট। তবে নিজে থামেননি। জেমি স্মিথকে নিয়ে গড়েন আরেকটি জুটি। ৭৮ বলে ৬০ রানের সেই জুটি ভাঙে রুটের বিদায়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৭৩ রান করেছে ইংল্যান্ড। ক্রিস ওকসকে (২১) নিয়ে চা বিরতিতে গেছেন স্মিথ (৫৭)। ইংল্যান্ড পিছিয়ে আছে ৮ রানে।
আগেরদিন শেষদিকে ২ উইকেট নিয়ে ইংলিশদের চোখ রাঙানো পেসার জেইডেন সিলস গতকাল নিয়েছেন আরও এক উইকেট। ব্রুককে ফেরান তিনি। তার আগে দিনের শুরুতে পোপকে বোল্ড করেন শামার জোসেফ। আরেক পেসার আলঝারি নিয়েছেন ২ উইকেট। প্রথম দুই টেস্ট জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা। হোয়াইটওয়াশ এড়াতে এজবাস্টনের বার্মিংহামে শেষ টেস্টে টসে জিতে প্রথম ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৮২ করে সফরকারী উইন্ডিজ।
কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
১ মিনিট আগেগোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
২ ঘণ্টা আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
২ ঘণ্টা আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
৩ ঘণ্টা আগে