নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শেষ ওভার রোমাঞ্চকর। স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওভারে কিউইদের দরকার ছিল ৬ রান, হাতে ৩ উইকেট। উইকেটে জমে যাওয়া দুই ব্যাটার ক্যাটি মার্টিন ও জেস কের এই সমীকরণ মেলাতে পারেননি।
অন্তিম ওভারে একরকম বাজিই ধরেছিলেন উইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেলর। সর্বশেষ ৯ ওয়ানডেতে বোলিং না করা ডিন্ড্রা ডটিনের হাতে তুলে দেন বল।
অধিনায়কের আস্থার প্রতিদান কী দারুণভাবেই না দিলেন ডটিন! প্রথম বলে দেন এক রান। দ্বিতীয় বলে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ করেন মার্টিনকে (৪৪)। বাংলাদেশের আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত ক্যারিবীয় মেয়েদের জোরালো আবেদনে সাড়া দিলে রিভিউ নেন মার্টিন। তবে শেষ রক্ষা হয়নি।
নতুন ব্যাটার হানাহ রো তৃতীয় বলে এক রান নিয়ে স্ট্রাইক দেন কেরকে। চতুর্থ বলে আবার ডটিনের আঘাত। উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন কের (২৫)। দুই বলে দরকার ৪ রান। ডটিনের পঞ্চম ডেলিভারি ব্যাটেই লাগাতে পারেননি রো। বল যায় কিপারের হাতে। দ্রুত বাই নিতে গিয়ে রানআউট একটি বলও না খেলা ফ্রান জোনাস।
৩ রানের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপে শুভসূচনা করে উইন্ডিজ। ২৫৬ রানে শেষ হয় কিউই মেয়েদের ইনিংস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতীর্থ ডটিনকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক টেলর, ‘ভাবছিলাম, শেষ ওভারটা কাকে দিয়ে করানো যায়। ও (ডটিন) নিজেই এসে বলল, সে করতে চায়। ও সত্যিকারের সাহসী।’
এর আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ১২৮ বলে দলের হয়ে ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার হেইলি ম্যাথুজ। ১৬ চার আর ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। ম্যাচ-সেরাও হয়েছেন ম্যাথুজ।
নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শেষ ওভার রোমাঞ্চকর। স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওভারে কিউইদের দরকার ছিল ৬ রান, হাতে ৩ উইকেট। উইকেটে জমে যাওয়া দুই ব্যাটার ক্যাটি মার্টিন ও জেস কের এই সমীকরণ মেলাতে পারেননি।
অন্তিম ওভারে একরকম বাজিই ধরেছিলেন উইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেলর। সর্বশেষ ৯ ওয়ানডেতে বোলিং না করা ডিন্ড্রা ডটিনের হাতে তুলে দেন বল।
অধিনায়কের আস্থার প্রতিদান কী দারুণভাবেই না দিলেন ডটিন! প্রথম বলে দেন এক রান। দ্বিতীয় বলে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ করেন মার্টিনকে (৪৪)। বাংলাদেশের আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত ক্যারিবীয় মেয়েদের জোরালো আবেদনে সাড়া দিলে রিভিউ নেন মার্টিন। তবে শেষ রক্ষা হয়নি।
নতুন ব্যাটার হানাহ রো তৃতীয় বলে এক রান নিয়ে স্ট্রাইক দেন কেরকে। চতুর্থ বলে আবার ডটিনের আঘাত। উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন কের (২৫)। দুই বলে দরকার ৪ রান। ডটিনের পঞ্চম ডেলিভারি ব্যাটেই লাগাতে পারেননি রো। বল যায় কিপারের হাতে। দ্রুত বাই নিতে গিয়ে রানআউট একটি বলও না খেলা ফ্রান জোনাস।
৩ রানের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপে শুভসূচনা করে উইন্ডিজ। ২৫৬ রানে শেষ হয় কিউই মেয়েদের ইনিংস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতীর্থ ডটিনকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক টেলর, ‘ভাবছিলাম, শেষ ওভারটা কাকে দিয়ে করানো যায়। ও (ডটিন) নিজেই এসে বলল, সে করতে চায়। ও সত্যিকারের সাহসী।’
এর আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ১২৮ বলে দলের হয়ে ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার হেইলি ম্যাথুজ। ১৬ চার আর ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। ম্যাচ-সেরাও হয়েছেন ম্যাথুজ।
তৃণমুল ফুটবলে উন্নতি দেখিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন ও নর্দার্ন মারিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনকে টপকে সেরা হয়েছে তারা।
৭ ঘণ্টা আগেবছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
১০ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
১১ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
১১ ঘণ্টা আগে