নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শেষ ওভার রোমাঞ্চকর। স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওভারে কিউইদের দরকার ছিল ৬ রান, হাতে ৩ উইকেট। উইকেটে জমে যাওয়া দুই ব্যাটার ক্যাটি মার্টিন ও জেস কের এই সমীকরণ মেলাতে পারেননি।
অন্তিম ওভারে একরকম বাজিই ধরেছিলেন উইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেলর। সর্বশেষ ৯ ওয়ানডেতে বোলিং না করা ডিন্ড্রা ডটিনের হাতে তুলে দেন বল।
অধিনায়কের আস্থার প্রতিদান কী দারুণভাবেই না দিলেন ডটিন! প্রথম বলে দেন এক রান। দ্বিতীয় বলে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ করেন মার্টিনকে (৪৪)। বাংলাদেশের আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত ক্যারিবীয় মেয়েদের জোরালো আবেদনে সাড়া দিলে রিভিউ নেন মার্টিন। তবে শেষ রক্ষা হয়নি।
নতুন ব্যাটার হানাহ রো তৃতীয় বলে এক রান নিয়ে স্ট্রাইক দেন কেরকে। চতুর্থ বলে আবার ডটিনের আঘাত। উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন কের (২৫)। দুই বলে দরকার ৪ রান। ডটিনের পঞ্চম ডেলিভারি ব্যাটেই লাগাতে পারেননি রো। বল যায় কিপারের হাতে। দ্রুত বাই নিতে গিয়ে রানআউট একটি বলও না খেলা ফ্রান জোনাস।
৩ রানের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপে শুভসূচনা করে উইন্ডিজ। ২৫৬ রানে শেষ হয় কিউই মেয়েদের ইনিংস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতীর্থ ডটিনকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক টেলর, ‘ভাবছিলাম, শেষ ওভারটা কাকে দিয়ে করানো যায়। ও (ডটিন) নিজেই এসে বলল, সে করতে চায়। ও সত্যিকারের সাহসী।’
এর আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ১২৮ বলে দলের হয়ে ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার হেইলি ম্যাথুজ। ১৬ চার আর ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। ম্যাচ-সেরাও হয়েছেন ম্যাথুজ।
নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শেষ ওভার রোমাঞ্চকর। স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওভারে কিউইদের দরকার ছিল ৬ রান, হাতে ৩ উইকেট। উইকেটে জমে যাওয়া দুই ব্যাটার ক্যাটি মার্টিন ও জেস কের এই সমীকরণ মেলাতে পারেননি।
অন্তিম ওভারে একরকম বাজিই ধরেছিলেন উইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেলর। সর্বশেষ ৯ ওয়ানডেতে বোলিং না করা ডিন্ড্রা ডটিনের হাতে তুলে দেন বল।
অধিনায়কের আস্থার প্রতিদান কী দারুণভাবেই না দিলেন ডটিন! প্রথম বলে দেন এক রান। দ্বিতীয় বলে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ করেন মার্টিনকে (৪৪)। বাংলাদেশের আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত ক্যারিবীয় মেয়েদের জোরালো আবেদনে সাড়া দিলে রিভিউ নেন মার্টিন। তবে শেষ রক্ষা হয়নি।
নতুন ব্যাটার হানাহ রো তৃতীয় বলে এক রান নিয়ে স্ট্রাইক দেন কেরকে। চতুর্থ বলে আবার ডটিনের আঘাত। উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন কের (২৫)। দুই বলে দরকার ৪ রান। ডটিনের পঞ্চম ডেলিভারি ব্যাটেই লাগাতে পারেননি রো। বল যায় কিপারের হাতে। দ্রুত বাই নিতে গিয়ে রানআউট একটি বলও না খেলা ফ্রান জোনাস।
৩ রানের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপে শুভসূচনা করে উইন্ডিজ। ২৫৬ রানে শেষ হয় কিউই মেয়েদের ইনিংস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতীর্থ ডটিনকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক টেলর, ‘ভাবছিলাম, শেষ ওভারটা কাকে দিয়ে করানো যায়। ও (ডটিন) নিজেই এসে বলল, সে করতে চায়। ও সত্যিকারের সাহসী।’
এর আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ১২৮ বলে দলের হয়ে ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার হেইলি ম্যাথুজ। ১৬ চার আর ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। ম্যাচ-সেরাও হয়েছেন ম্যাথুজ।
ওয়ানডে থেকে টি-টোয়েন্টি—সংস্করণ বদলাতেই যেন বদলে গেলেন বাবর আজম। কদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের ছিল দুটি ফিফটি, এবার টি-টোয়েন্টিতে রানের জন্য রীতিমতো ধুঁকছেন তিনি। একজন অধিনায়ককে যখন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, তাঁর বেলায় ঘটছে উল্টো।
২৬ মিনিট আগেমেহেদী হাসান মিরাজ এখন ব্যস্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে আছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এই টেস্টের মাঝেই তাঁর নাম দেখা গেল কানাডা লিগে।
১ ঘণ্টা আগেমেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
২ ঘণ্টা আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগে