নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শেষ ওভার রোমাঞ্চকর। স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওভারে কিউইদের দরকার ছিল ৬ রান, হাতে ৩ উইকেট। উইকেটে জমে যাওয়া দুই ব্যাটার ক্যাটি মার্টিন ও জেস কের এই সমীকরণ মেলাতে পারেননি।
অন্তিম ওভারে একরকম বাজিই ধরেছিলেন উইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেলর। সর্বশেষ ৯ ওয়ানডেতে বোলিং না করা ডিন্ড্রা ডটিনের হাতে তুলে দেন বল।
অধিনায়কের আস্থার প্রতিদান কী দারুণভাবেই না দিলেন ডটিন! প্রথম বলে দেন এক রান। দ্বিতীয় বলে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ করেন মার্টিনকে (৪৪)। বাংলাদেশের আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত ক্যারিবীয় মেয়েদের জোরালো আবেদনে সাড়া দিলে রিভিউ নেন মার্টিন। তবে শেষ রক্ষা হয়নি।
নতুন ব্যাটার হানাহ রো তৃতীয় বলে এক রান নিয়ে স্ট্রাইক দেন কেরকে। চতুর্থ বলে আবার ডটিনের আঘাত। উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন কের (২৫)। দুই বলে দরকার ৪ রান। ডটিনের পঞ্চম ডেলিভারি ব্যাটেই লাগাতে পারেননি রো। বল যায় কিপারের হাতে। দ্রুত বাই নিতে গিয়ে রানআউট একটি বলও না খেলা ফ্রান জোনাস।
৩ রানের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপে শুভসূচনা করে উইন্ডিজ। ২৫৬ রানে শেষ হয় কিউই মেয়েদের ইনিংস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতীর্থ ডটিনকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক টেলর, ‘ভাবছিলাম, শেষ ওভারটা কাকে দিয়ে করানো যায়। ও (ডটিন) নিজেই এসে বলল, সে করতে চায়। ও সত্যিকারের সাহসী।’
এর আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ১২৮ বলে দলের হয়ে ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার হেইলি ম্যাথুজ। ১৬ চার আর ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। ম্যাচ-সেরাও হয়েছেন ম্যাথুজ।
নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শেষ ওভার রোমাঞ্চকর। স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওভারে কিউইদের দরকার ছিল ৬ রান, হাতে ৩ উইকেট। উইকেটে জমে যাওয়া দুই ব্যাটার ক্যাটি মার্টিন ও জেস কের এই সমীকরণ মেলাতে পারেননি।
অন্তিম ওভারে একরকম বাজিই ধরেছিলেন উইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেলর। সর্বশেষ ৯ ওয়ানডেতে বোলিং না করা ডিন্ড্রা ডটিনের হাতে তুলে দেন বল।
অধিনায়কের আস্থার প্রতিদান কী দারুণভাবেই না দিলেন ডটিন! প্রথম বলে দেন এক রান। দ্বিতীয় বলে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ করেন মার্টিনকে (৪৪)। বাংলাদেশের আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত ক্যারিবীয় মেয়েদের জোরালো আবেদনে সাড়া দিলে রিভিউ নেন মার্টিন। তবে শেষ রক্ষা হয়নি।
নতুন ব্যাটার হানাহ রো তৃতীয় বলে এক রান নিয়ে স্ট্রাইক দেন কেরকে। চতুর্থ বলে আবার ডটিনের আঘাত। উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন কের (২৫)। দুই বলে দরকার ৪ রান। ডটিনের পঞ্চম ডেলিভারি ব্যাটেই লাগাতে পারেননি রো। বল যায় কিপারের হাতে। দ্রুত বাই নিতে গিয়ে রানআউট একটি বলও না খেলা ফ্রান জোনাস।
৩ রানের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপে শুভসূচনা করে উইন্ডিজ। ২৫৬ রানে শেষ হয় কিউই মেয়েদের ইনিংস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতীর্থ ডটিনকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক টেলর, ‘ভাবছিলাম, শেষ ওভারটা কাকে দিয়ে করানো যায়। ও (ডটিন) নিজেই এসে বলল, সে করতে চায়। ও সত্যিকারের সাহসী।’
এর আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ১২৮ বলে দলের হয়ে ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার হেইলি ম্যাথুজ। ১৬ চার আর ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। ম্যাচ-সেরাও হয়েছেন ম্যাথুজ।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
১ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগেবৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
৪ ঘণ্টা আগে