Ajker Patrika

জয় দিয়ে সিরিজ শুরু যুবাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জয় দিয়ে সিরিজ শুরু যুবাদের

জয় দিয়ে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলে বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সিলেটে পাঁচ ম্যাচ একদিনের সিরিজের প্রথম ম্যাচে আফগান যুবাদের ১৬ রানে হারিয়েছে মেহেরবের দল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। নিজেরা অল্প রানে আউট হয়ে আফগানদেরও বেশি দূর আগাতে দেয়নি বাংলাদেশ যুবারা। দারুণ বোলিংয়ে ১৩৮ রানে অলআউট করে আফগান যুবাদের। 

১৫৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা আফগানরা শুরুতেই উইকেট হারায়। ওপেনার সুলিমান আরবজাইয়ে উইকেট হারায় তারা। অধিনায়ক সুলিমান সাইফ দ্বিতীয় উইকেটে ইজাজ আহমেদকে নিয়ে ৪২ রানের জুটি গড়ে আগানোর চেষ্টা করেন। এরপর ইজাজ (১৮) ও মোহাম্মাদউল্লাহ নাজিবুল্লাহ (৫) অল্প সময়ের ব্যবধানে আউট হলে কিছুটা চাপে পড়ে আফগান যুবারা। সাইফ ৪৮ রান করে আউট হলে ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে সেই চাপ আরও বেড়ে যায়। 

চাপ আর কাটিয়ে উঠতে পারেনি আফগান যুবারা। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে ১৩৮ রানে অলআউট হয় তারা। ১৬ রানের জয় পায় বাংলাদেশ। রিপন মণ্ডল ৪ টি, আশিকুর জামান ও নাঈমুর রহমান ২টি এবং এসএম মেহেরব ও আরিফুল ইসলাম ১টি করে উইকেট নেন। 

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আফগান যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলীয় ১২ রানে ফিরে যান মোফিজুল ইসলাম (৫) ও আরিফুল ইসলাম (০)। তৃতীয় উইকেট প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লা শুরুর চাপ সামাল দেন। ৬০ রানের জুটি গড়েন তারা। ২২ রান করে আইচ মোল্লা আউট হলে ভাঙে এই জুটি। 

এরপর বাংলাদেশ যুবাদের আর কোনো ব্যাটসম্যান উইকেটে থিতু হতে পারেনি। নাবিল ৪২ রান করে দলীয় ৮৮ রানে আউট হন। অধিনায়ক এসএম মেহেরব হানান ৪৯ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে ৩৮.৩ ওভারে ১৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত