Ajker Patrika

২ বছর পর ডাক মারলেন বাবর

২ বছর পর ডাক মারলেন বাবর

ওয়ানডেতে সর্বশেষ ২০২১ সালের ৮ জুলাই ডাক মেরেছিলেন বাবর আজম। এরপর সীমিত ওভারের ক্রিকেট ১৯ ইনিংস খেলেছেন পাকিস্তানি ব্যাটার। আর কখনো ডাক মারেননি দলের অধিনায়ক। 

অবশেষে সেই ডাকের সঙ্গে আবারও পরিচিত হলেন বাবর। আফগানিস্তানের বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ০ রানে ফিরেছেন ২৮ বছর বয়সী তারকা। এতে করে ২ বছরের বেশি সময় পর শূন্য রানে ফিরলেন তিনি। 

ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থবারের মতো ডাক মেরেছেন বাবর। ২০১৮ সালের ৬ জানুয়ারি প্রথম শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। সেদিন নিউজিল্যান্ডের বিপক্ষে টিম সাউদির প্রথম বলেই আউট হয়েছিলেন পাকিস্তানি ব্যাটার। একই বছর আরেকটি ‘গোল্ডেন ডাক’ মারেন তিনি। সেবারের প্রতিপক্ষও নিউজিল্যান্ড। তবে এবার বোলার ছিলেন ট্রেন্ট বোল্ট। এরপর সর্বশেষ ২ বলে ০ রানে ফিরেছিলেন ইংল্যান্ড পেসার সাকিব মাহমুদের তোপে। 

এরপর আর কখনোই শূন্যর মুখোমুখি হতে হয়নি বাবরকে। আজকের শূন্যের আগে সবশেষ ১৯ ইনিংসে এক অঙ্কের রান করেছিলেন মাত্র তিনবার। এ সময় ৫ সেঞ্চুরির বিপরীতে ৯ হাফ সেঞ্চুরি করেছেন পাকিস্তানের অধিনায়ক। 

বাবরের শূন্যের দিনে শুরুর ধাক্কা সামলিয়ে দলের রান বাড়ানোর চেষ্টা করছেন ফিফটি করা ইমাম–উল–হক। ৩৩ ওভার শেষে ৫ উইকেটে ১৪২ রান করেছে পাকিস্তান। ইমামের ৫৫ রানের সঙ্গে ব্যাটিংয়ে আছেন ১৩ রান করা শাদাব খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত