ক্রীড়া ডেস্ক
একজন নামলেন বিদায়ী টেস্ট খেলতে, আরেকজনের অভিষেক। ক্যারিয়ারের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের শেষ তথা ১১ নম্বর ব্যাটার জেডেন সিলসের উইকেটটা পেলেন জিমি অ্যান্ডারসন। তার আগে অভিষিক্ত গাস অ্যাটকিনসনের তোপে লন্ডভন্ড হয়ে যায় উইন্ডিজের ব্যাটিং অর্ডার। ১২১ রানে থেমে যায় সফরকারী দলের প্রথম ইনিংস।
সিরিজের প্রথম টেস্টে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। একই ম্যাচে অভিষেক হয়েছে দুই দলের তিন ক্রিকেটারের—অ্যাটকিনসন ছাড়াও ইংল্যান্ডের হয়ে প্রথম ম্যাচ খেলছেন উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম টেস্ট খেলতে নামেন ওপেনার মিকাইল লুইজও।
লুইজকে সঙ্গে নিয়ে প্রথম ১০ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট। ১১ তম ওভার থেকে শুরু অ্যাটকিনসনের জাদুকরী স্পেল। ব্র্যাথওয়েট, কির্ক ম্যাকেঞ্জি, জেসন হোল্ডারসহ এক এক করে তিনি নিয়েছেন ৭ উইকেট। ওপেনিংয়ে নেমে লুইজ খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস।
দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেটকে (৩) হারিয়ে প্রথম ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ১ উইকেটে ৮৪ রান করেছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে আছেন ওপেনার জ্যাক ক্রলি (৩৪) ও ওলি পোপ (৪২)
একজন নামলেন বিদায়ী টেস্ট খেলতে, আরেকজনের অভিষেক। ক্যারিয়ারের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের শেষ তথা ১১ নম্বর ব্যাটার জেডেন সিলসের উইকেটটা পেলেন জিমি অ্যান্ডারসন। তার আগে অভিষিক্ত গাস অ্যাটকিনসনের তোপে লন্ডভন্ড হয়ে যায় উইন্ডিজের ব্যাটিং অর্ডার। ১২১ রানে থেমে যায় সফরকারী দলের প্রথম ইনিংস।
সিরিজের প্রথম টেস্টে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। একই ম্যাচে অভিষেক হয়েছে দুই দলের তিন ক্রিকেটারের—অ্যাটকিনসন ছাড়াও ইংল্যান্ডের হয়ে প্রথম ম্যাচ খেলছেন উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম টেস্ট খেলতে নামেন ওপেনার মিকাইল লুইজও।
লুইজকে সঙ্গে নিয়ে প্রথম ১০ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট। ১১ তম ওভার থেকে শুরু অ্যাটকিনসনের জাদুকরী স্পেল। ব্র্যাথওয়েট, কির্ক ম্যাকেঞ্জি, জেসন হোল্ডারসহ এক এক করে তিনি নিয়েছেন ৭ উইকেট। ওপেনিংয়ে নেমে লুইজ খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস।
দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেটকে (৩) হারিয়ে প্রথম ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ১ উইকেটে ৮৪ রান করেছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে আছেন ওপেনার জ্যাক ক্রলি (৩৪) ও ওলি পোপ (৪২)
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে