Ajker Patrika

ওয়েস্ট ইন্ডিজে এভাবেই ‘এনজয়’ করে চলেছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৫: ২৫
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে স্ট্রিং রে-এর ছবি ফেসবুকে পোস্ট করেন তাসকিন আহমেদ। ছবি: তাসকিনের ফেসবুক পেজ
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে স্ট্রিং রে-এর ছবি ফেসবুকে পোস্ট করেন তাসকিন আহমেদ। ছবি: তাসকিনের ফেসবুক পেজ

অ্যান্টিগায় আগামীকাল শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সেই সিরিজের আগে দলীয় কার্যক্রম যেমন চলছে, তেমনি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মনোরম পরিবেশে সময়টা উপভোগ করছে বাংলাদেশ ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাগরপাড়ের ছবি।

ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পরই তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদরা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একের পর এক ছবি পোস্ট করে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বাংলাদেশ সময় বেলা ১টা ৪১ মিনিটে ৪১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গেছে সী বোটে দাঁড়িয়ে মাঝ সমুদ্রে কথা বলছেন তাসকিন। রৌদ্র ঝলমলে আবহাওয়া সেই সৌন্দর্যে যোগ করেছে নতুন এক মাত্রা। ২৯ বছর বয়সী বাংলাদেশের এই পেসার বলেন,‘আমরা কিন্তু বাসার পরিবারের থেকে দলের সদস্যদের সঙ্গেই বেশি সময় কাটাই। লম্বা সফরগুলোতে এটা অনেক গুরুত্বপূর্ণ। ছুটির দিনগুলোতে দলীয় কার্যক্রম চালানো এবং আমি নিশ্চিত যে আমাদের দলের সব সদস্যরাই অনেক উপভোগ করেছে। তো একটা ভালো দিন কাটল।’

তাসকিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল একটি ছবি পোস্ট করেছিলেন মাঝসাগরে স্ট্রিং রে নামের এক সামুদ্রিক মাছের সঙ্গে। বিসিবির প্রচারিত ভিডিও বার্তাতেও মাছ ধরার সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি। সময়টা কেমন উপভোগ করছেন, সেই ব্যাপারে বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘ছুটির দিনে আমাদের দলীয় কার্যক্রম ছিল। নতুন একটা অভিজ্ঞতা হলো। স্ট্রিং রে-এর সঙ্গে ছবি তুললাম। পাশ দিয়ে স্ট্রিং রে ঘোরাঘুরি করছিল। এই মহাসাগরের মাঝে সবাই মিলে এলাম। ভালো সময় কাটালাম।’

ছুটির দিনে বাংলাদেশ ক্রিকেট দল ঢেউয়ের মাঝে সময় কাটাচ্ছে, মাঝ সমুদ্রে অন্য রকম এক অভিজ্ঞতা-আজ দুপুরে প্রচারিত ভিডিও বার্তায় বিসিবি ক্যাপশন দিয়েছিল এমনই। ভিডিওতে বেশিরভাগ প্রতিক্রিয়া লাভ, কেয়ার রিঅ্যাকশন থাকলেও মন্তব্যের ঘরে কেউ কেউ বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে মজা করেছেন। কারও একজনের মন্তব্য, ‘পিকনিক না করে ২-১ টা ম্যাচ জিতুন দয়া করে’। কেউ একজন প্রশ্ন করেছেন যে তাঁরা (ক্রিকেটার) ছবি তুলতে গিয়েছেন নাকি খেলতে গিয়েছেন, বোঝা মুশকিল।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দ্বিতীয় টেস্ট খেলতে ভেন্যু পাল্টাতে হবে দুই দলকে। জ্যামাইকায় ৩০ নভেম্বর শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত