Ajker Patrika

শৈশব থেকেই শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্ন বাটলারের

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৮: ৩৫
শৈশব থেকেই শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্ন বাটলারের

আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। তৃতীয় ইংলিশ অধিনায়ক হিসেবে জস বাটলারের সামনে চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চ প্রস্তুত।আর এই শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্ন বাটলারের ছোটবেলা থেকেই। 

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের যাত্রাটাও অত সহজ ছিল না। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু আয়ারল্যান্ডের কাছে হেরে যায় ইংলিশরা।এরপর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়। তারপর নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। আর অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে বিধ্বস্ত করে ফাইনালে চলে যায় ইংলিশরা। ফাইনালের আগে আজ সংবাদ সম্মেলনে বাটলার বলেন,‘এমন স্বপ্ন আমার ছোটবেলা থেকেই। এমন চিন্তা ভাবনা করা অবশ্যই ভালো।  শৈশবের  স্মৃতি মনে করিয়ে দেয়। যখন আপনি বাগানে আপনার ভাইবোনদের সঙ্গে ক্রিকেট খেলতেন এবং শিরোপা উঁচিয়ে ধরার ভান করতেন।’

এবারের বিশ্বকাপে অধিনায়কোচিত পারফরম্যান্স করছেন বাটলার। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে করেছেন ১৯৯ রান। গড় ৪৯.৭৫ এবং স্ট্রাইক রেট ১৪৩.১৬। দুটি ফিফটি করেছেন, যার মধ্যে অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক। 

ইংল্যান্ড এখন পর্যন্ত দুটো আইসিসি শিরোপা জেতে। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে পল কলিংউডের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।  আর ঘরের মাঠে  এউইন মরগানের নেতৃত্বে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংলিশরা।       

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন রোজার আগেই, ঘোষণা আসতে পারে আজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত