Ajker Patrika

কেইনের পেনাল্টি মিসে এমবাপ্পের হাসি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৫: ১৯
কেইনের পেনাল্টি মিসে এমবাপ্পের হাসি

একই রাতে যেন মুদ্রার এপিঠ-ওপিঠ দেখলেন হ্যারি কেইন। আল-বায়েত স্টেডিয়ামে গতকাল ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে গোল করেই ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়েছিলেন। আবার এই পেনাল্টি মিস করেই দলকে ডোবালেন। ইংল্যান্ডের এই ‘সর্বনাশে’ বেশ মজাই পেলেন কিলিয়ান এমবাপ্পে।

আল-বায়েত স্টেডিয়ামে গতকাল ১৭ মিনিটে অরিলিয়ে চুয়ামেনির গোলে এগিয়ে যায় ফ্রান্স। এই চুয়ামেনিই ৫২ মিনিটে বুকায়ো সাকাকে বক্সে ফাউল করে পেনাল্টি পাইয়ে দেন ইংল্যান্ডকে। ৫৪ মিনিটে সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান হ্যারি কেইন। ৮১ মিনিটে আবার পেনাল্টি পায় ইংল্যান্ড। এবার ম্যাসন মাউন্টকে বক্সে ফাউল করেন ফ্রান্স ডিফেন্ডার থিও হার্নান্দেজ। এবারেরটাও নিয়েছিলেন কেইন। কিন্তু এবার তাঁর শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। ইংলিশ অধিনায়কের শট মিস হওয়ায় এমবাপ্পেকে অট্টহাসি দিতে দেখা গেছে।

ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে এবারের বিশ্বকাপ থেকে। এই ম্যাচেও রেকর্ড গড়লেন কেইন। ৮০ ম্যাচে ৫৩ গোল করে ইংল্যান্ডের জার্সিতে যৌথ সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। ওয়েইন রুনি ১২০ ম্যাচে করেছিলেন ৫৩ গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত