ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ছয় মাসও বাকি নেই। অথচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা খেলবেন কি খেলবেন না-এটা নিয়ে ধোঁয়াশা এখনো কাটছে না। যদিও কাগজে কলমে রোহিত এখনো ভারতের তিন সংস্করণের অধিনায়ক।
রোহিতের নেতৃত্বে ভারত অ্যাডিলেডে ২০২২ এর ১০ নভেম্বর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। এরপর থেকে ১৩ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ব্রাত্য। এই সময়ে ভারত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ অধিনায়কের নেতৃত্বে খেলেছে ২৩ টি-টোয়েন্টি। ১৩ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৫ ম্যাচ অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব, ৩ ম্যাচে রুতুরাজ গায়কোয়াড ও ২ ম্যাচে নেতৃত্ব জসপ্রীত বুমরা নেতৃত্ব দিয়েছেন। গত ১৩ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে থাকা ভারত জিতেছে ১৫ ম্যাচ, হেরেছে ৬ ম্যাচ,১টি করে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ও টাই হয়েছে। যার মধ্যে গায়কোয়াডের নেতৃত্বে অক্টোবরে এশিয়ান গেমস জিতেছে ভারতীয় ক্রিকেট দল। সদ্য সমাপ্ত সূর্যর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ভারত ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাতে পাকিস্তানকে ছাপিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ভারত। রোহিতের অনুপস্থিতিতে গত ১৩ মাসে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজের পাঁচটি জিতেছে ভারত।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রোহিত নাকি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর (রোহিত) ফোকাস কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ছিল বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সেই কর্মকর্তা। বিসিসিআই সচিব জয় শাহর কথার সুরও যেন অনেকটা এমনই। মুম্বাইয়ে গতকাল নারী প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠানে গণমাধ্যমকে বিসিসিআই সচিব বলেন, ‘এটা কি বলার সময় এসেছে? এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) শুরু হচ্ছে জুনে। এর আগে আইপিএল রয়েছে ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আজ শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। ১৪ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৭ ডিসেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ভারত ওয়ানডে সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজে কোনোটিতেই নেই রোহিত। এর আগে এ বছরের আগস্টে নিজের নামে ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধন করতে রোহিত যখন যুক্তরাষ্ট্রে গেছেন, তখন তাঁকে বলতে শোনা গেছে, ‘২০২৪ এর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। এটা খুবই রোমাঞ্চকর হবে ও আমরা খেলতে মুখিয়ে আছি। এখানে আসার আরও এক কারণ আছে। কারণ আপনি জানেন যে বিশ্বকাপ আসছে। জুনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটা অংশ এখানে হবে। তাই আমি নিশ্চিত যে সবাই বেশ রোমাঞ্চিত।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ছয় মাসও বাকি নেই। অথচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা খেলবেন কি খেলবেন না-এটা নিয়ে ধোঁয়াশা এখনো কাটছে না। যদিও কাগজে কলমে রোহিত এখনো ভারতের তিন সংস্করণের অধিনায়ক।
রোহিতের নেতৃত্বে ভারত অ্যাডিলেডে ২০২২ এর ১০ নভেম্বর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। এরপর থেকে ১৩ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ব্রাত্য। এই সময়ে ভারত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ অধিনায়কের নেতৃত্বে খেলেছে ২৩ টি-টোয়েন্টি। ১৩ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৫ ম্যাচ অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব, ৩ ম্যাচে রুতুরাজ গায়কোয়াড ও ২ ম্যাচে নেতৃত্ব জসপ্রীত বুমরা নেতৃত্ব দিয়েছেন। গত ১৩ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে থাকা ভারত জিতেছে ১৫ ম্যাচ, হেরেছে ৬ ম্যাচ,১টি করে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ও টাই হয়েছে। যার মধ্যে গায়কোয়াডের নেতৃত্বে অক্টোবরে এশিয়ান গেমস জিতেছে ভারতীয় ক্রিকেট দল। সদ্য সমাপ্ত সূর্যর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ভারত ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাতে পাকিস্তানকে ছাপিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ভারত। রোহিতের অনুপস্থিতিতে গত ১৩ মাসে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজের পাঁচটি জিতেছে ভারত।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রোহিত নাকি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর (রোহিত) ফোকাস কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ছিল বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সেই কর্মকর্তা। বিসিসিআই সচিব জয় শাহর কথার সুরও যেন অনেকটা এমনই। মুম্বাইয়ে গতকাল নারী প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠানে গণমাধ্যমকে বিসিসিআই সচিব বলেন, ‘এটা কি বলার সময় এসেছে? এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) শুরু হচ্ছে জুনে। এর আগে আইপিএল রয়েছে ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আজ শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। ১৪ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৭ ডিসেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ভারত ওয়ানডে সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজে কোনোটিতেই নেই রোহিত। এর আগে এ বছরের আগস্টে নিজের নামে ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধন করতে রোহিত যখন যুক্তরাষ্ট্রে গেছেন, তখন তাঁকে বলতে শোনা গেছে, ‘২০২৪ এর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। এটা খুবই রোমাঞ্চকর হবে ও আমরা খেলতে মুখিয়ে আছি। এখানে আসার আরও এক কারণ আছে। কারণ আপনি জানেন যে বিশ্বকাপ আসছে। জুনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটা অংশ এখানে হবে। তাই আমি নিশ্চিত যে সবাই বেশ রোমাঞ্চিত।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে