নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তারকাসমৃদ্ধ দল গড়েও পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। জাতীয় দলের অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দলে গড়লেও তারা পিছিয়ে পড়েছে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে।
ছয় ম্যাচ শেষে সমান ৫টি জয় নিয়ে নেট রানরেটে এগিয়ে শীর্ষে রয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন আবাহনী। দুইয়ে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিজয় রয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫০টি শতকের অনন্য মাইলফলকের সামনে। শান্ত সর্বশেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে রানখরা কাটিয়ে দলের জয়ে নেতৃত্ব দিয়েছেন।
আবাহনীর সাফল্য নিয়ে দলের কোচ ও সাবেক নির্বাচক হান্নান সরকার বলেন, তাঁরা অপেক্ষায় রয়েছেন নিষেধাজ্ঞায় থাকা নাসির হোসেনের, ‘শান্তর ফর্মে ফেরা দলের জন্য ইতিবাচক। সুপার লিগের আগে আমরা নাসির হোসেনকে দলে পেতে চাই। যদিও তিনি আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন; তবে শুনেছি, এপ্রিলের শুরুতেই সেই নিষেধাজ্ঞা উঠে যাবে। নাসিরের মতো অভিজ্ঞ অলরাউন্ডার দলের ভারসাম্য আরও বাড়াবে, বিশেষ করে জাতীয় দলের সিরিজে যখন কয়েকজন ক্রিকেটার ছাড়তে হবে।’
চোটে পড়ায় সর্বশেষ পাঁচটি ম্যাচ খেলতে না পারা মাহমুদউল্লাহ রিয়াদ ফিট হয়ে ফেরার প্রস্তুতি নিয়েছেন। আজ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে তাঁর মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ব্যাটিংয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার নাঈম শেখ। ছয় ম্যাচে ৫৯.১৭ গড়ে ৩৫৫ রান করে তিনি লিগের শীর্ষ রান সংগ্রাহক। ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, লিগে ৫০ ছক্কা ও ১০০ চারের রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েছেন। বোলিং বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, রকিবুল হাসানের সঙ্গে আরাফাত সানির মতো সাবেক জাতীয় দলের অভিজ্ঞ বোলাররা ধারাবাহিক ভালো করছেন। তবে গুলশান স্পোর্টিং ক্লাবের পেসার এখন পর্যন্ত ১৩ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তারকাসমৃদ্ধ দল গড়েও পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। জাতীয় দলের অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দলে গড়লেও তারা পিছিয়ে পড়েছে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে।
ছয় ম্যাচ শেষে সমান ৫টি জয় নিয়ে নেট রানরেটে এগিয়ে শীর্ষে রয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন আবাহনী। দুইয়ে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিজয় রয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫০টি শতকের অনন্য মাইলফলকের সামনে। শান্ত সর্বশেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে রানখরা কাটিয়ে দলের জয়ে নেতৃত্ব দিয়েছেন।
আবাহনীর সাফল্য নিয়ে দলের কোচ ও সাবেক নির্বাচক হান্নান সরকার বলেন, তাঁরা অপেক্ষায় রয়েছেন নিষেধাজ্ঞায় থাকা নাসির হোসেনের, ‘শান্তর ফর্মে ফেরা দলের জন্য ইতিবাচক। সুপার লিগের আগে আমরা নাসির হোসেনকে দলে পেতে চাই। যদিও তিনি আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন; তবে শুনেছি, এপ্রিলের শুরুতেই সেই নিষেধাজ্ঞা উঠে যাবে। নাসিরের মতো অভিজ্ঞ অলরাউন্ডার দলের ভারসাম্য আরও বাড়াবে, বিশেষ করে জাতীয় দলের সিরিজে যখন কয়েকজন ক্রিকেটার ছাড়তে হবে।’
চোটে পড়ায় সর্বশেষ পাঁচটি ম্যাচ খেলতে না পারা মাহমুদউল্লাহ রিয়াদ ফিট হয়ে ফেরার প্রস্তুতি নিয়েছেন। আজ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে তাঁর মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ব্যাটিংয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার নাঈম শেখ। ছয় ম্যাচে ৫৯.১৭ গড়ে ৩৫৫ রান করে তিনি লিগের শীর্ষ রান সংগ্রাহক। ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, লিগে ৫০ ছক্কা ও ১০০ চারের রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েছেন। বোলিং বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, রকিবুল হাসানের সঙ্গে আরাফাত সানির মতো সাবেক জাতীয় দলের অভিজ্ঞ বোলাররা ধারাবাহিক ভালো করছেন। তবে গুলশান স্পোর্টিং ক্লাবের পেসার এখন পর্যন্ত ১৩ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন।
বছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৩ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৩ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে সবচেয়ে বাজে দিনটা বোধহয় পার করে ফেলল বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে রীতিমতো খুড়কুটোর মতো উড়ে গেল নিগার সুলতানা জ্যোতিরা। তাদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তাসমান পাড়ের দেশটি।
৪ ঘণ্টা আগে