মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিজেদের অবস্থান জানাতে আগামী মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত সময় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে, প্রস্তুত সংযুক্ত আরব আমিরাতও।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের একটি সূত্র ক্রিকইনফোকে মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছে। ২০১৮ ও ২০২৩ সালে সর্বশেষ দুই ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের সফল আয়োজন করেছে জিম্বাবুয়ে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক ছিল তারা। তারপর লম্বা সময় ধরে দেশটিতে কোনো বড় টুর্নামেন্ট হয়নি।
রবার্ট মুগাবের শাসনামলে মূল্যস্ফীতি, দমন-নিপীড়নে অস্থিতিশীল হয়ে ওঠে জিম্বাবুয়ে। ২০০৫ থেকে ২০১১ সাল স্বেচ্ছায় তারা টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিল। সর্বশেষ দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং শেষ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।
জিম্বাবুয়ের নারী ক্রিকেট দল কখনো বিশ্বকাপে অংশ নেয়নি এবং এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেই তারা। জিম্বাবুয়ে টুর্নামেন্টের নিরপেক্ষ আয়োজক হতে আগ্রহী। সংযুক্ত আরব আমিরাতেরও দল নেই, তারাও জিম্বাবুয়ের মতো নিরপেক্ষ আয়োজক হতে প্রস্তুত।
আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হওয়ার কথা মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আওয়ামী লীগ সরকারের পতনের পর সবকিছুই এলোমেলো হয় যায়। বোর্ড ভেঙে দেওয়ার দাবিতে নিয়মিত মানববন্ধন করছেন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সমর্থকেরা। বিসিবির পরিচালকদের বড় একটি অংশ নেই দেশে।
এই অস্থিতিশীল পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না, এ ব্যাপারে যথেষ্ট শঙ্কা রয়েছে। আইসিসিও বেশ নজরে রেখেছে বিষয়টি। ২০ আগস্টের মধ্যে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিজেদের অবস্থান জানাতে আগামী মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত সময় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে, প্রস্তুত সংযুক্ত আরব আমিরাতও।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের একটি সূত্র ক্রিকইনফোকে মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছে। ২০১৮ ও ২০২৩ সালে সর্বশেষ দুই ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের সফল আয়োজন করেছে জিম্বাবুয়ে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক ছিল তারা। তারপর লম্বা সময় ধরে দেশটিতে কোনো বড় টুর্নামেন্ট হয়নি।
রবার্ট মুগাবের শাসনামলে মূল্যস্ফীতি, দমন-নিপীড়নে অস্থিতিশীল হয়ে ওঠে জিম্বাবুয়ে। ২০০৫ থেকে ২০১১ সাল স্বেচ্ছায় তারা টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিল। সর্বশেষ দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং শেষ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।
জিম্বাবুয়ের নারী ক্রিকেট দল কখনো বিশ্বকাপে অংশ নেয়নি এবং এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেই তারা। জিম্বাবুয়ে টুর্নামেন্টের নিরপেক্ষ আয়োজক হতে আগ্রহী। সংযুক্ত আরব আমিরাতেরও দল নেই, তারাও জিম্বাবুয়ের মতো নিরপেক্ষ আয়োজক হতে প্রস্তুত।
আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হওয়ার কথা মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আওয়ামী লীগ সরকারের পতনের পর সবকিছুই এলোমেলো হয় যায়। বোর্ড ভেঙে দেওয়ার দাবিতে নিয়মিত মানববন্ধন করছেন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সমর্থকেরা। বিসিবির পরিচালকদের বড় একটি অংশ নেই দেশে।
এই অস্থিতিশীল পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না, এ ব্যাপারে যথেষ্ট শঙ্কা রয়েছে। আইসিসিও বেশ নজরে রেখেছে বিষয়টি। ২০ আগস্টের মধ্যে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে।
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২৭ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১ ঘণ্টা আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে