দেশের মাঠে সাকিব আল হাসানের বিদায় নেওয়া হচ্ছে না। টেস্ট দলে তাঁকে রেখে যদিও দল ঘোষণা করেছিল বিসিবি ৷ পরে ক্রীড়া উপদেষ্টার পরামর্শে তাঁকে দেশে ফিরতে মানা করা হয়। দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকার সঙ্গে যা হলো, মানতে পারছেন না সাকিবের গুরু মোহাম্মদ সালাহ উদ্দিন।
মিরপুর শেরেবাংলায় ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা সাকিব আগেই জানিয়েছেন। সেই হোম অব ক্রিকেটের দেয়ালে সাকিবের বিরুদ্ধে দেয়াললিখন চলছে কদিন ধরে। পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়া এবং পরে বৈষম্যবিরোধী আন্দোলনে নীরব থাকায় সাকিবের ওপর তাঁর বিরোধীরা রাগ-ক্ষোভ উগরে দিচ্ছেন। সাকিবকে মিরপুর টেস্টের দল থেকে বাদ দেওয়ার দাবিতে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) স্মারকলিপিও জমা দিয়েছে। গত কদিনে সাকিবকে নিয়ে যা হলো, তাতে হতাশ দেশের অন্যতম সেরা কোচ সালাহ উদ্দিন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি আজ লিখেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনোই এত রাগ বা কষ্ট লাগে নাই। আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনো নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাঁকে একটা সুযোগ দেওয়া উচিত ৷ কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে। দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্য থেকে উঠে গেছে!’এরপর জাতির প্রতি সালাহ উদ্দিনের প্রশ্ন, ‘আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না। এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করেছে বলে এরা খুনি? এদের সঙ্গে মিশেছেন, এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করিয়েছে, সেটা কি জানেন? তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু!’
সালাহ উদ্দিন আরও লিখেছেন, ‘দেশকে সবাই কম-বেশি ভালোবাসে ৷ এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না। এদের কাছ থেকে দেখেছি। এরা মানুষের উপকার ছাড়া কারও ক্ষতি করেনি। এরা খুনি না। খুব কষ্ট পাচ্ছি, এদের মাঠ থেকে বিদায় দেখতে পাব না। মানুষকে মাফ করুন। আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন। আমরা সবাই কমবেশি অপরাধী। সম্মান কাউকে দিলে আপনিও সম্মানিত হবেন।’
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে সাকিব ছিলেন নীরব ৷ রাজনৈতিক অবস্থানের কারণে তাঁকে নীরব থাকতে হয়েছে বলে জানা গেছে। তখন কানাডায় এক প্রবাসী বাংলাদেশি ভক্তের সঙ্গে তর্কে জড়িয়েছেন। এমনকি টরন্টোতে সাকিবের ঘোরাঘুরির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল তখন। বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে সাকিব নীরবতা ভেঙেছেন ৯ অক্টোবর। আবেগঘন এক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেছেন। ক্রীড়া উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৷ দেশের মাঠে সতীর্থদের সঙ্গে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার আকুল আরজি জানিয়েছেন সেই পোস্টে। অতঃপর তাঁর এ চাওয়াটা পূরণ হতে হতেও হলো না।
সালাহ উদ্দিনের সঙ্গে সাকিবের সম্পর্কটা গুরু-শিষ্যের মতো। স্কিলে কোনো সমস্যা থাকলে সাকিব প্রায়ই শরণ নেন গুরু সালাহ উদ্দিনের। শিষ্যকে নিয়ে এমন ঘটনা তাই মেনে নিতে পারছেন না সালাহ উদ্দিন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে। আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য। তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না।’
আরও পড়ুন:
দেশের মাঠে সাকিব আল হাসানের বিদায় নেওয়া হচ্ছে না। টেস্ট দলে তাঁকে রেখে যদিও দল ঘোষণা করেছিল বিসিবি ৷ পরে ক্রীড়া উপদেষ্টার পরামর্শে তাঁকে দেশে ফিরতে মানা করা হয়। দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকার সঙ্গে যা হলো, মানতে পারছেন না সাকিবের গুরু মোহাম্মদ সালাহ উদ্দিন।
মিরপুর শেরেবাংলায় ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা সাকিব আগেই জানিয়েছেন। সেই হোম অব ক্রিকেটের দেয়ালে সাকিবের বিরুদ্ধে দেয়াললিখন চলছে কদিন ধরে। পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়া এবং পরে বৈষম্যবিরোধী আন্দোলনে নীরব থাকায় সাকিবের ওপর তাঁর বিরোধীরা রাগ-ক্ষোভ উগরে দিচ্ছেন। সাকিবকে মিরপুর টেস্টের দল থেকে বাদ দেওয়ার দাবিতে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) স্মারকলিপিও জমা দিয়েছে। গত কদিনে সাকিবকে নিয়ে যা হলো, তাতে হতাশ দেশের অন্যতম সেরা কোচ সালাহ উদ্দিন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি আজ লিখেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনোই এত রাগ বা কষ্ট লাগে নাই। আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনো নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাঁকে একটা সুযোগ দেওয়া উচিত ৷ কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে। দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্য থেকে উঠে গেছে!’এরপর জাতির প্রতি সালাহ উদ্দিনের প্রশ্ন, ‘আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না। এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করেছে বলে এরা খুনি? এদের সঙ্গে মিশেছেন, এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করিয়েছে, সেটা কি জানেন? তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু!’
সালাহ উদ্দিন আরও লিখেছেন, ‘দেশকে সবাই কম-বেশি ভালোবাসে ৷ এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না। এদের কাছ থেকে দেখেছি। এরা মানুষের উপকার ছাড়া কারও ক্ষতি করেনি। এরা খুনি না। খুব কষ্ট পাচ্ছি, এদের মাঠ থেকে বিদায় দেখতে পাব না। মানুষকে মাফ করুন। আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন। আমরা সবাই কমবেশি অপরাধী। সম্মান কাউকে দিলে আপনিও সম্মানিত হবেন।’
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে সাকিব ছিলেন নীরব ৷ রাজনৈতিক অবস্থানের কারণে তাঁকে নীরব থাকতে হয়েছে বলে জানা গেছে। তখন কানাডায় এক প্রবাসী বাংলাদেশি ভক্তের সঙ্গে তর্কে জড়িয়েছেন। এমনকি টরন্টোতে সাকিবের ঘোরাঘুরির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল তখন। বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে সাকিব নীরবতা ভেঙেছেন ৯ অক্টোবর। আবেগঘন এক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেছেন। ক্রীড়া উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৷ দেশের মাঠে সতীর্থদের সঙ্গে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার আকুল আরজি জানিয়েছেন সেই পোস্টে। অতঃপর তাঁর এ চাওয়াটা পূরণ হতে হতেও হলো না।
সালাহ উদ্দিনের সঙ্গে সাকিবের সম্পর্কটা গুরু-শিষ্যের মতো। স্কিলে কোনো সমস্যা থাকলে সাকিব প্রায়ই শরণ নেন গুরু সালাহ উদ্দিনের। শিষ্যকে নিয়ে এমন ঘটনা তাই মেনে নিতে পারছেন না সালাহ উদ্দিন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে। আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য। তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না।’
আরও পড়ুন:
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৭ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৯ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১০ ঘণ্টা আগে