নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়েস্ট ইন্ডিজ সফরে রঙ্গনা হেরাথকে পাওয়া যাবে না তা আগেই জানা গিয়েছিল। দেশের কঠিন সময়ে পরিবারের সঙ্গে থাকতে চান বাংলাদেশ দলের এই স্পিন বোলিং পরামর্শক। তাঁর পরিবর্তে ক্যারিবীয় সফরে স্পিনারদের দেখভালের দায়িত্ব কার কাঁধে দেওয়া হচ্ছে, সে নিয়ে আলোচনা ছিল।
এর আগে বিভিন্ন সময়ে আপৎকালীন দায়িত্বে জাতীয় দলের সঙ্গী হয়েছিলেন সোহেল ইসলাম। এবারও স্থানীয় এই স্পিন বোলিং কোচ আলোচনায় ছিলেন। যদিও সোহেল ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গী হচ্ছেন না বলে আজকের পত্রিকা'কে নিশ্চিত করেছেন খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ দলের টিম ডিরেক্টরের দায়িত্বে থাকা সুজন বলেন, ‘হেরাথের পরিবর্তে কেউ ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না। আমি আর ডমিঙ্গো (প্রধান কোচ রাসেল ডমিঙ্গো) স্পিনারদের দেখব।’
নিজেদের সুবিধা-অসুবিধা নিয়ে নানা সময়ে সোহেলের শরণাপন্ন হন। মেহেদী হাসান মিরাজ- তাইজুল ইসলাম-নাঈম হাসানদের নিয়ে আলাদাভাবে কাজও করেছেন তিনি। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে লম্বা সময় পর টেস্ট একাদশে ফিরে ক্যারিয়ার-সেরা বোলিং করেন নাঈম। এর আগে তিনি সোহেলের দিকনির্দেশনায় অনুশীলন সারেন। সুজন অবশ্য বলেন, ‘এবার আমাদের সঙ্গে সোহেল যাচ্ছে না।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। আগামী ৬ জুনের মধ্যে তিন ভাগে বাংলাদেশ দল ক্যারিবীয় দীপপুঞ্জে যাবে। প্রথম টেস্ট হবে ১৬ জুন থেকে অ্যান্টিগায়। দ্বিতীয়টি সেন্ট লুসিয়ায়। ২ ও ৩ জুলাই প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। গায়ানায় সিরিজের শেষ টি-টোয়েন্টি ৭ জুলাই। তিন ওয়ানডেই হবে গায়ানায়।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ সফরে রঙ্গনা হেরাথকে পাওয়া যাবে না তা আগেই জানা গিয়েছিল। দেশের কঠিন সময়ে পরিবারের সঙ্গে থাকতে চান বাংলাদেশ দলের এই স্পিন বোলিং পরামর্শক। তাঁর পরিবর্তে ক্যারিবীয় সফরে স্পিনারদের দেখভালের দায়িত্ব কার কাঁধে দেওয়া হচ্ছে, সে নিয়ে আলোচনা ছিল।
এর আগে বিভিন্ন সময়ে আপৎকালীন দায়িত্বে জাতীয় দলের সঙ্গী হয়েছিলেন সোহেল ইসলাম। এবারও স্থানীয় এই স্পিন বোলিং কোচ আলোচনায় ছিলেন। যদিও সোহেল ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গী হচ্ছেন না বলে আজকের পত্রিকা'কে নিশ্চিত করেছেন খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ দলের টিম ডিরেক্টরের দায়িত্বে থাকা সুজন বলেন, ‘হেরাথের পরিবর্তে কেউ ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না। আমি আর ডমিঙ্গো (প্রধান কোচ রাসেল ডমিঙ্গো) স্পিনারদের দেখব।’
নিজেদের সুবিধা-অসুবিধা নিয়ে নানা সময়ে সোহেলের শরণাপন্ন হন। মেহেদী হাসান মিরাজ- তাইজুল ইসলাম-নাঈম হাসানদের নিয়ে আলাদাভাবে কাজও করেছেন তিনি। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে লম্বা সময় পর টেস্ট একাদশে ফিরে ক্যারিয়ার-সেরা বোলিং করেন নাঈম। এর আগে তিনি সোহেলের দিকনির্দেশনায় অনুশীলন সারেন। সুজন অবশ্য বলেন, ‘এবার আমাদের সঙ্গে সোহেল যাচ্ছে না।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। আগামী ৬ জুনের মধ্যে তিন ভাগে বাংলাদেশ দল ক্যারিবীয় দীপপুঞ্জে যাবে। প্রথম টেস্ট হবে ১৬ জুন থেকে অ্যান্টিগায়। দ্বিতীয়টি সেন্ট লুসিয়ায়। ২ ও ৩ জুলাই প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। গায়ানায় সিরিজের শেষ টি-টোয়েন্টি ৭ জুলাই। তিন ওয়ানডেই হবে গায়ানায়।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
৪ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৬ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৬ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৭ ঘণ্টা আগে