লাল বলের ক্রিকেটে গত দেড় বছর ধরে দুর্দান্ত ধারাবাহিক লিটন দাস। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানের (১২তম) স্বীকৃতিও পেয়েছেন গতকাল। লাল বলে রানের সঙ্গে সখ্যটা কেন যেন সাদা বলে আনতে পারছিলেন না লিটন। একের পর এক ব্যর্থতায় মুষড়ে পড়াটাই স্বাভাবিক ছিল।
সেটা আরও লম্বা হয়, যখন হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয় লিটনকে। একটু ভুল বলা হলো। বিশ্রামটা ঠিক বিশ্রাম ছিল না। বাদ দেওয়া হয়েছিল তাঁকে। প্রথম টি-টোয়েন্টির পর ম্যাচ শেষে লিটন নিজেই জানালেন সে কথা, ‘বিশ্রাম না, বাদ। বিশ্রাম বলতে কী, আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি? বিশ্বকাপের পর সরাসরি জাতীয় লিগে খেলেছি, ছুটি নিলাম কোথায়?’
লাল বলে প্রতিভার ছাপ রাখতে না পারা লিটনের হতাশার সময়টাও শেষ হলো বলে। আফগানিস্তান সিরিজে ওয়ানডেতে দলের সেরা রান সংগ্রাহক হলেন। সিরিজ সেরা পুরস্কারটাও নিজের কাছে রেখেছেন। ওয়ানডে সিরিজ যেখানে শেষ করেন, টি-টোয়েন্টি সিরিজটা শুরু করলেন ঠিক সেখান থেকেই। টি-টোয়েন্টিতে আফগান জুজু কাটাতে রাখলেন বড় ভূমিকা। ৬০ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার হাতে না উঠলেও লিটনের ইনিংসটাই যে বাংলাদেশকে ‘মোমেন্টাম’ দিয়েছে, বলার অপেক্ষা রাখে না।
সময়ের সঙ্গে নিজের খেলাটা যে আগে থেকে আরও গভীরভাবে বুঝতে পারছেন সেটাও জানালেন ম্যাচ শেষে। ছোট ছোট ইনিংস গুলো এগিয়ে নেওয়া পরিণত ছাপটাই ফুটে উঠল লিটনের কথায়, ‘এখন বোঝা শুরু করেছি, আগে হয়তো ওভাবে বুঝতাম না। এটা মানুষের স্বভাব। যত খেলবেন, ততই শিখবেন। এ জায়গায় আমি বোঝার চেষ্টা করছি। যাতে ভবিষ্যতে দলকে আরও এগিয়ে নেওয়া যায়।’
লাল বলের ক্রিকেটে গত দেড় বছর ধরে দুর্দান্ত ধারাবাহিক লিটন দাস। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানের (১২তম) স্বীকৃতিও পেয়েছেন গতকাল। লাল বলে রানের সঙ্গে সখ্যটা কেন যেন সাদা বলে আনতে পারছিলেন না লিটন। একের পর এক ব্যর্থতায় মুষড়ে পড়াটাই স্বাভাবিক ছিল।
সেটা আরও লম্বা হয়, যখন হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয় লিটনকে। একটু ভুল বলা হলো। বিশ্রামটা ঠিক বিশ্রাম ছিল না। বাদ দেওয়া হয়েছিল তাঁকে। প্রথম টি-টোয়েন্টির পর ম্যাচ শেষে লিটন নিজেই জানালেন সে কথা, ‘বিশ্রাম না, বাদ। বিশ্রাম বলতে কী, আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি? বিশ্বকাপের পর সরাসরি জাতীয় লিগে খেলেছি, ছুটি নিলাম কোথায়?’
লাল বলে প্রতিভার ছাপ রাখতে না পারা লিটনের হতাশার সময়টাও শেষ হলো বলে। আফগানিস্তান সিরিজে ওয়ানডেতে দলের সেরা রান সংগ্রাহক হলেন। সিরিজ সেরা পুরস্কারটাও নিজের কাছে রেখেছেন। ওয়ানডে সিরিজ যেখানে শেষ করেন, টি-টোয়েন্টি সিরিজটা শুরু করলেন ঠিক সেখান থেকেই। টি-টোয়েন্টিতে আফগান জুজু কাটাতে রাখলেন বড় ভূমিকা। ৬০ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার হাতে না উঠলেও লিটনের ইনিংসটাই যে বাংলাদেশকে ‘মোমেন্টাম’ দিয়েছে, বলার অপেক্ষা রাখে না।
সময়ের সঙ্গে নিজের খেলাটা যে আগে থেকে আরও গভীরভাবে বুঝতে পারছেন সেটাও জানালেন ম্যাচ শেষে। ছোট ছোট ইনিংস গুলো এগিয়ে নেওয়া পরিণত ছাপটাই ফুটে উঠল লিটনের কথায়, ‘এখন বোঝা শুরু করেছি, আগে হয়তো ওভাবে বুঝতাম না। এটা মানুষের স্বভাব। যত খেলবেন, ততই শিখবেন। এ জায়গায় আমি বোঝার চেষ্টা করছি। যাতে ভবিষ্যতে দলকে আরও এগিয়ে নেওয়া যায়।’
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
২৪ মিনিট আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
২ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
৪ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
৭ ঘণ্টা আগে