ক্রীড়া ডেস্ক
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ থেকে চারটি পরিবর্তন এনেছে পাকিস্তান। দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব ও সুফিয়ান মুকিম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ ও সৌদ শাকিল।
ছন্দে থাকা সাইমকে হারানো সবচেয়ে বড় ‘লস’ পাকিস্তানের। বর্ষসেরা ঊদীয়মান ক্রিকেটারদের তালিকায়ও ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারে দুর্দান্ত খেলেছেন সাইম। ওয়ানডে সিরিজে হাতে তুলেছিলেন সিরিজসেরা পুরস্কারও। কিন্তু কেপটাউন টেস্টের প্রথম দিন ডান পায়ের অ্যাঙ্কেলে মারাত্মক চোট পেয়েছিলেন। স্ক্যানের পর আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাইম।
চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। তারপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।
চ্যাম্পিয়নস ট্রফির আগে একই দল নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। করাচি ও লাহোরে এই সিরিজে পাকিস্তানের সঙ্গে আরও আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, উসমান খান, ফাহিম আশরাফ, তায়্যিব তাহির, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ থেকে চারটি পরিবর্তন এনেছে পাকিস্তান। দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব ও সুফিয়ান মুকিম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ ও সৌদ শাকিল।
ছন্দে থাকা সাইমকে হারানো সবচেয়ে বড় ‘লস’ পাকিস্তানের। বর্ষসেরা ঊদীয়মান ক্রিকেটারদের তালিকায়ও ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারে দুর্দান্ত খেলেছেন সাইম। ওয়ানডে সিরিজে হাতে তুলেছিলেন সিরিজসেরা পুরস্কারও। কিন্তু কেপটাউন টেস্টের প্রথম দিন ডান পায়ের অ্যাঙ্কেলে মারাত্মক চোট পেয়েছিলেন। স্ক্যানের পর আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাইম।
চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। তারপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।
চ্যাম্পিয়নস ট্রফির আগে একই দল নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। করাচি ও লাহোরে এই সিরিজে পাকিস্তানের সঙ্গে আরও আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, উসমান খান, ফাহিম আশরাফ, তায়্যিব তাহির, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৩ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৫ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৬ ঘণ্টা আগে