Ajker Patrika

বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষকেরও বিদায়

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১০: ০৩
বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষকেরও বিদায়

২০২৩ বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট দল থেকে অনেকেরই বিদায়ঘণ্টা বাজছে। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তাঁর পথচলা শেষ হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেকরনও বিশ্বকাপ শেষে বিদায় নিচ্ছেন।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে যেমন বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপ যাত্রা শেষ হচ্ছে, তেমনি শ্রীনিবাসেরও বাংলাদেশ দলের সঙ্গে পথচলা শেষ হচ্ছে। গত রাতে আবেগঘন এক বার্তায় ফেসবুকে বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষক লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। অনেক কিছু শেখার, অনেক উত্থান-পতন ও অনেক স্মৃতি ছিল এই যাত্রাপথে, যা জীবনের বাকি অংশে সব সময় মনে রাখব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য, খেলোয়াড়, কোচ ও অধিনায়কদের ধন্যবাদ জানাতে চাই আমার ওপর বিশ্বাস রেখে জাতীয় দলের সঙ্গে কাজ করতে দেওয়ার জন্য। বাংলাদেশ ক্রিকেট আমার হৃদয়ে বিশেষ এক জায়গা নিয়ে থাকবে। দলের উন্নতি অত্যন্ত আগ্রহ নিয়ে দেখব। ২৫ টেস্ট, ৭৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৮৩ ওয়ানডে-চিরকৃতজ্ঞ ও চিরঋণী হয়ে থাকব।’

শ্রীনিবাস কাজ শুরু করেছিলেন ২০১৮ জানুয়ারি থেকে। তাঁর কম্পিউটার বিশ্লেষণ নিয়ে ক্রিকেটারদের বেশির ভাগ সন্তুষ্ট বলেই জানা যায়। তবে আইপিএলের সময় তাঁকে ছেড়ে দিতে হতো ৷ আর ভারতীয় হিসেবে বাংলাদেশ দলের কোনো পাকিস্তান সফরে তিনি ছিলেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত