শারজায় আজ শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের এই ইভেন্ট শুরুর আগে আইসিসিতে হঠাৎ দেখা গেল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। মন্ত্রণালয়ের বহর নিয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থার কার্যালয়ে গেলেন ক্রীড়া উপদেষ্টা।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির মাঠ ঘুরে ঘুরে দেখেছেন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। মাঠের সুযোগ সুবিধা কেমন, সেটা দেখেছেন তাঁরা। আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে হয়েছে তাঁদের এই পরিদর্শন কাজ। ফাহিম ছাড়াও বিসিবির অন্যান্য কর্মকর্তারা ছিলেন সেখানে। ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির কর্মকর্তাদের ভ্রমণের সময় ইসিবির কর্মকর্তাদের দেখা গেছে।
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমিরাতে হলেও এবারের বিশ্বকাপের মূল আয়োজক বাংলাদেশ। কারণ বাংলাদেশে হওয়ার কথা ছিল এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হওয়ায় আইসিসি ভেন্যু সরাতে বাধ্য হয়। বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে অনেক দেশের নিষেধাজ্ঞাও তখন কাজ করছিল।
১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ১৭ ও ১৮ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল।
দুবাইয়ে ২০ অক্টোবর হবে ফাইনাল। শারজা, দুবাই-আমিরাতের এই দুই মাঠেই হবে ২৩ ম্যাচের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
শারজায় আজ শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের এই ইভেন্ট শুরুর আগে আইসিসিতে হঠাৎ দেখা গেল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। মন্ত্রণালয়ের বহর নিয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থার কার্যালয়ে গেলেন ক্রীড়া উপদেষ্টা।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির মাঠ ঘুরে ঘুরে দেখেছেন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। মাঠের সুযোগ সুবিধা কেমন, সেটা দেখেছেন তাঁরা। আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে হয়েছে তাঁদের এই পরিদর্শন কাজ। ফাহিম ছাড়াও বিসিবির অন্যান্য কর্মকর্তারা ছিলেন সেখানে। ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির কর্মকর্তাদের ভ্রমণের সময় ইসিবির কর্মকর্তাদের দেখা গেছে।
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমিরাতে হলেও এবারের বিশ্বকাপের মূল আয়োজক বাংলাদেশ। কারণ বাংলাদেশে হওয়ার কথা ছিল এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হওয়ায় আইসিসি ভেন্যু সরাতে বাধ্য হয়। বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে অনেক দেশের নিষেধাজ্ঞাও তখন কাজ করছিল।
১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ১৭ ও ১৮ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল।
দুবাইয়ে ২০ অক্টোবর হবে ফাইনাল। শারজা, দুবাই-আমিরাতের এই দুই মাঠেই হবে ২৩ ম্যাচের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৭ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৯ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৯ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১০ ঘণ্টা আগে