শারজায় আজ শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের এই ইভেন্ট শুরুর আগে আইসিসিতে হঠাৎ দেখা গেল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। মন্ত্রণালয়ের বহর নিয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থার কার্যালয়ে গেলেন ক্রীড়া উপদেষ্টা।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির মাঠ ঘুরে ঘুরে দেখেছেন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। মাঠের সুযোগ সুবিধা কেমন, সেটা দেখেছেন তাঁরা। আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে হয়েছে তাঁদের এই পরিদর্শন কাজ। ফাহিম ছাড়াও বিসিবির অন্যান্য কর্মকর্তারা ছিলেন সেখানে। ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির কর্মকর্তাদের ভ্রমণের সময় ইসিবির কর্মকর্তাদের দেখা গেছে।
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমিরাতে হলেও এবারের বিশ্বকাপের মূল আয়োজক বাংলাদেশ। কারণ বাংলাদেশে হওয়ার কথা ছিল এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হওয়ায় আইসিসি ভেন্যু সরাতে বাধ্য হয়। বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে অনেক দেশের নিষেধাজ্ঞাও তখন কাজ করছিল।
১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ১৭ ও ১৮ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল।
দুবাইয়ে ২০ অক্টোবর হবে ফাইনাল। শারজা, দুবাই-আমিরাতের এই দুই মাঠেই হবে ২৩ ম্যাচের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
শারজায় আজ শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের এই ইভেন্ট শুরুর আগে আইসিসিতে হঠাৎ দেখা গেল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। মন্ত্রণালয়ের বহর নিয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থার কার্যালয়ে গেলেন ক্রীড়া উপদেষ্টা।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির মাঠ ঘুরে ঘুরে দেখেছেন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। মাঠের সুযোগ সুবিধা কেমন, সেটা দেখেছেন তাঁরা। আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে হয়েছে তাঁদের এই পরিদর্শন কাজ। ফাহিম ছাড়াও বিসিবির অন্যান্য কর্মকর্তারা ছিলেন সেখানে। ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির কর্মকর্তাদের ভ্রমণের সময় ইসিবির কর্মকর্তাদের দেখা গেছে।
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমিরাতে হলেও এবারের বিশ্বকাপের মূল আয়োজক বাংলাদেশ। কারণ বাংলাদেশে হওয়ার কথা ছিল এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হওয়ায় আইসিসি ভেন্যু সরাতে বাধ্য হয়। বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে অনেক দেশের নিষেধাজ্ঞাও তখন কাজ করছিল।
১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ১৭ ও ১৮ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল।
দুবাইয়ে ২০ অক্টোবর হবে ফাইনাল। শারজা, দুবাই-আমিরাতের এই দুই মাঠেই হবে ২৩ ম্যাচের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে শুরু থেকে। বাংলাদেশ কিংবা নেপাল কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ হাসিটা হাসল বাংলাদেশই। নেপালকে আজ ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল। গোল দুটি করেন আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
২৯ মিনিট আগেলস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হতে বাকি এখনো তিন বছর। তবে ক্রিকেট যেহেতু দীর্ঘদিন পর অলিম্পিকে ফিরছে, সেটা নিয়ে আগ্রহ তো অনেকেরই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে স্বচ্ছতা চাইছে।
৪১ মিনিট আগেসিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি বাফুফে। তবে ক্যাম্পে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছে করেছে তাঁর ক্লাব ওলবিয়া কালসিও।
১ ঘণ্টা আগে