Ajker Patrika

শান্ত-নাসিরের অপরাজিত সেঞ্চুরি রঙিন হলো দলের জয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৮: ০৯
শান্ত-নাসিরের অপরাজিত সেঞ্চুরি রঙিন হলো দলের জয়ে

মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৭৪ রানের বড় লক্ষ্যই দিয়েছিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে প্রাইম ব্যাংক লক্ষ্যটা ২০ বল আগেই ছুঁয়ে ফেলে। প্রাইম ব্যাংকের কাজটা সহজ করে দিয়েছেন মূলত নাসির হোসেন। 

চারে নেমে নাসির খেলেছেন ১১২ রানের অপরাজিত অনবদ্য এক ইনিংস। ১১৪.২৯ স্ট্রাইক রেটের ইনিংসে ১২টি চার ও তিনটি ছয়ের মার। তবে বড় লক্ষ্য তাড়ায় প্রাইম ব্যাংকের শুরুটা ভালো ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারে ১ রান করে আউট হন প্রান্তিক নওরোজ নাবিল। 

দ্বিতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে শাহাদাত হোসেন দীপুর ৭৮ রানের জুটি। দীপু ৩৫ রান করে আউট হন। মিঠুন ফিফটি পূর্ণ করে ৫০ রান ফেরেন। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে নাসিরের ১১১ রানের দুর্দান্ত জুটি। মুশফিক ৫৩ রানে উইকেটকিপার শামসুল ইসলাম অনিকের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরলেও দলের জয় নিয়েই মাঠ ছাড়েন নাসির। বোলিংয়েও বেশ কিপটে ছিলেন নাসির। ১০ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র ২০ রান।

নাসিরের মতোই বিকেএসপিতে আবাহনীর জয়ে দুর্দান্ত এক অপরাজিত সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। সিটি ক্লাবের ১৭৩ রান তাড়ায় ৭ রানের মধ্যে রানে থাকা দুই ওপেনারকে হারিয়ে ফেলে আবাহনী। এখান থেকে দলের হাল ধরে ১০২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন শান্ত। ১১২ বলে শান্ত ১০২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁর ইনিংসে ১১ চার ও ৩ ছক্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত