৪৫৪ দিন পর আইপিএল দিয়ে মাঠে ফিরলেন। তবে প্রত্যাবর্তন রাঙানো হলো না ঋষভ পন্তের। আশা জাগিয়েও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ফিরলেন ১৩ বলে ২ চারে ১৮ রান করে। স্ট্রাইকরেট—১৩৮.৪৬।
আজ চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে দিল্লি। দুই অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার (২৮) ও মিচেল মার্শের (২০) ওপেনিং জুটিতে ৩৯ রান পায় তারা। সেই জুটি ভাঙেন আর্শদীপ সিং। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মার্শকে ফিরিয়ে।
স্কোরবোর্ডে আর ৩৫ রান জমা পড়তেই ফেরেন ওয়ার্নারও। এরপর আইপিএলে অভিষিক্ত শাই হোপ ৩৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন। পন্তের সঙ্গে ১৬ বলে ২০ রানের জুটি গড়েন তিনি। তবে সুন্দর শুরুর পর মিডল অর্ডার ব্যর্থ দিল্লির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলে ২০১৬ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন পন্ত। তবে সড়ক দুর্ঘটনায় পড়ায় ২০২৩ আইপিএল খেলতে পারেননি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনার শিকার হোন ভারতের এই উইকেটরক্ষক। মারাত্মক আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
দিল্লি থেকে বাড়ি ফেরার পথে হরিদ্বারের ররকিতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে পন্তের গাড়ি। ররকির স্থানীয় এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দেওয়ার তাঁকে দেরাদুনের একটি হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হওয়ার পর লম্বা সময় ধরে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হয় তাঁকে।
আজ আইপিএলের ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে পন্ত সবশেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু সেই টেস্টে দুই ইনিংসে তিনি করেছিলেন ৯৩ ও ৯ রান।
৪৫৪ দিন পর আইপিএল দিয়ে মাঠে ফিরলেন। তবে প্রত্যাবর্তন রাঙানো হলো না ঋষভ পন্তের। আশা জাগিয়েও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ফিরলেন ১৩ বলে ২ চারে ১৮ রান করে। স্ট্রাইকরেট—১৩৮.৪৬।
আজ চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে দিল্লি। দুই অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার (২৮) ও মিচেল মার্শের (২০) ওপেনিং জুটিতে ৩৯ রান পায় তারা। সেই জুটি ভাঙেন আর্শদীপ সিং। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মার্শকে ফিরিয়ে।
স্কোরবোর্ডে আর ৩৫ রান জমা পড়তেই ফেরেন ওয়ার্নারও। এরপর আইপিএলে অভিষিক্ত শাই হোপ ৩৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন। পন্তের সঙ্গে ১৬ বলে ২০ রানের জুটি গড়েন তিনি। তবে সুন্দর শুরুর পর মিডল অর্ডার ব্যর্থ দিল্লির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলে ২০১৬ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন পন্ত। তবে সড়ক দুর্ঘটনায় পড়ায় ২০২৩ আইপিএল খেলতে পারেননি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনার শিকার হোন ভারতের এই উইকেটরক্ষক। মারাত্মক আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
দিল্লি থেকে বাড়ি ফেরার পথে হরিদ্বারের ররকিতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে পন্তের গাড়ি। ররকির স্থানীয় এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দেওয়ার তাঁকে দেরাদুনের একটি হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হওয়ার পর লম্বা সময় ধরে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হয় তাঁকে।
আজ আইপিএলের ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে পন্ত সবশেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু সেই টেস্টে দুই ইনিংসে তিনি করেছিলেন ৯৩ ও ৯ রান।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৮ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১১ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১১ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১১ ঘণ্টা আগে