আবারও সেই যুক্তরাষ্ট্র, আবারও সেই লস অ্যাঞ্জেলেস। সংস্করণটা টি-টোয়েন্টি থেকে বদলে হয়েছে টি-টেন। তবে সংস্করণ বদলালেও সাকিবের ব্যর্থতার গল্প খুবই পরিচিত। সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে গত রাতে দলও হারল বড় ব্যবধানে।
টি-টেন সংস্করণে এবার ফ্র্যাঞ্চাইজির নাম পাল্টে হয়েছে লস অ্যাঞ্জেলেস ওয়েভস। সাকিবের কাঁধেও পরশু ওয়েভসকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সেখানে গত রাতে ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস স্টেডিয়ামে (ইউটিডি) সাকিবদের ১৯ রানে হারিয়েছে নিউইয়র্ক লায়নস।
টস জিতে গত রাতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লস অ্যাঞ্জেলেস ওয়েভস। ইউটিডিতে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটে ১২৬ রান করে নিউইয়র্ক লায়নস। দলটির অধিনায়ক সুরেশ রায়না ২৮ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনে নামা এই ব্যাটার ৬ চার ও ৩ ছক্কা মারেন। সাকিব ১ ওভার বোলিং করে খরচ করেন ১৮ রান।
৬০ বলে ১২৬ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই ড্রেসিংরুমের পথ ধরেন লস অ্যাঞ্জেলেস ওপেনার স্টেফি এসকিনাজি। শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন সাকিব। ওপেনার অ্যাডাম রসিংটন ও সাকিব দ্বিতীয় উইকেটে গড়েন ২৮ রান। এটাই ম্যাচে দলের সর্বোচ্চ জুটি। সাকিবকে ফিরিয়ে জুটিটি ভাঙেন তাব্রেইজ শামসি। ১৬ বলে ১৩ রান করেন সাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটার মেরেছেন ৩ চার। শেষ পর্যন্ত ১০ ওভারে ৭ উইকেটে ১০৭ রানে থেমে যায় লস অ্যাঞ্জেলেসের ইনিংস।
সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে বাংলাদেশের আরেক তারকা তামিম ইকবালও দল পেয়েছেন। তাঁকে নিয়েছে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় টেক্সাস খেলবে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব-তামিমের দেখা হয়েও যেতে পারে ডালাসে। তাতে বিপিএলের পর কোনো টুর্নামেন্টে দেখা মিলবে বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটারের।
এ বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে গিয়েছিলেন সাকিব। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে ৪ ম্যাচে ১৫ গড়ে করেছিলেন ৬০ রান। মার্কিন মুলুকে তখন তাঁর স্ট্রাইকরেট ছিল ১২৫।
আবারও সেই যুক্তরাষ্ট্র, আবারও সেই লস অ্যাঞ্জেলেস। সংস্করণটা টি-টোয়েন্টি থেকে বদলে হয়েছে টি-টেন। তবে সংস্করণ বদলালেও সাকিবের ব্যর্থতার গল্প খুবই পরিচিত। সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে গত রাতে দলও হারল বড় ব্যবধানে।
টি-টেন সংস্করণে এবার ফ্র্যাঞ্চাইজির নাম পাল্টে হয়েছে লস অ্যাঞ্জেলেস ওয়েভস। সাকিবের কাঁধেও পরশু ওয়েভসকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সেখানে গত রাতে ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস স্টেডিয়ামে (ইউটিডি) সাকিবদের ১৯ রানে হারিয়েছে নিউইয়র্ক লায়নস।
টস জিতে গত রাতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লস অ্যাঞ্জেলেস ওয়েভস। ইউটিডিতে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটে ১২৬ রান করে নিউইয়র্ক লায়নস। দলটির অধিনায়ক সুরেশ রায়না ২৮ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনে নামা এই ব্যাটার ৬ চার ও ৩ ছক্কা মারেন। সাকিব ১ ওভার বোলিং করে খরচ করেন ১৮ রান।
৬০ বলে ১২৬ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই ড্রেসিংরুমের পথ ধরেন লস অ্যাঞ্জেলেস ওপেনার স্টেফি এসকিনাজি। শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন সাকিব। ওপেনার অ্যাডাম রসিংটন ও সাকিব দ্বিতীয় উইকেটে গড়েন ২৮ রান। এটাই ম্যাচে দলের সর্বোচ্চ জুটি। সাকিবকে ফিরিয়ে জুটিটি ভাঙেন তাব্রেইজ শামসি। ১৬ বলে ১৩ রান করেন সাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটার মেরেছেন ৩ চার। শেষ পর্যন্ত ১০ ওভারে ৭ উইকেটে ১০৭ রানে থেমে যায় লস অ্যাঞ্জেলেসের ইনিংস।
সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে বাংলাদেশের আরেক তারকা তামিম ইকবালও দল পেয়েছেন। তাঁকে নিয়েছে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় টেক্সাস খেলবে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব-তামিমের দেখা হয়েও যেতে পারে ডালাসে। তাতে বিপিএলের পর কোনো টুর্নামেন্টে দেখা মিলবে বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটারের।
এ বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে গিয়েছিলেন সাকিব। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে ৪ ম্যাচে ১৫ গড়ে করেছিলেন ৬০ রান। মার্কিন মুলুকে তখন তাঁর স্ট্রাইকরেট ছিল ১২৫।
মাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
৩৬ মিনিট আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
২ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে