হাতের তালুর মতো চেনা সব মাঠ, দর্শকভর্তি গ্যালারির সমর্থন আর পরিচিত কন্ডিশন। সব মিলিয়ে বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নেওয়া রোহিত শর্মার ‘টিম ইন্ডিয়া’কে স্টেশন ছেড়ে যাওয়া চলন্ত ট্রেনের সঙ্গে তুলনা করলেন ওয়াসিম আকরাম। খেলাধুলা বিষয়ক পাকিস্তানি চ্যানেল ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠানে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার বললেন, ‘ভারত যেন ব্রেক ফেল করা ছুটে চলা ট্রেন। তাদের তূণ অস্ত্রে ভরা। তাদের মেধা আছে, দক্ষতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, তারা জানে কীভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।’
বাংলাদেশের বিপক্ষে খেলায় চোট পাওয়ায় পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর বিকল্প বোলার হিসেবে খেলেছেন মোহাম্মদ শামি আর বিকল্প ব্যাটার হিসেবে সূর্যকুমার যাদব। দুজনের জায়গা করে দিতে বেঞ্চে বসতে হয়েছে পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। পরশুই প্রথম মাঠে নামার সুযোগ পেয়েই কী দুর্দান্তভাবেই না নিজেকে চেনালেন শামি। নিজের প্রথম বলেই উইকেট নিয়েছেন। আকাশে ওড়তে থাকা কিউই ব্যাটিং লাইন-আপকে ২৭৩ রানে আটকে রাখতে নিয়েছেন ৫ উইকেট। শেষ ১০ ওভারে ভারতীয় বোলাররা যে মাত্র ৬০ রান দিয়েছেন কিউইদের, তাঁর কৃতিত্ব ও ম্যাচসেরা শামিরই। কিউই ইনিংসের শেষ ১০ ওভারে পতন হওয়া ৬ উইকেটের চারটিই নিয়েছেন তিনি।
আকরাম বলছেন, ‘একটা স্কোয়াড ভারত কিংবা নিউজিল্যান্ডের মতোই হওয়া উচিত। যে কেউ যদি অসুস্থতাবোধ করে বা ফর্মে না থাকে কিংবা প্রতিপক্ষ কিংবা পিচ বিবেচনায় ভিন্ন কাউকে খেলাতে চান, তাহলে বিকল্পের কোনো কমতি নেই।’
২৭৩ রান যেভাবে তাড়া করেছে ভারত, সেটাও অন্য দলগুলোর জন্য শিক্ষণীয় বলে মনে করেন আকরাম, ‘রান তাড়াটা কি দুর্দান্তই না ছিল (তাদের) ! উইকেট পড়ছে, কিন্তু নির্বিকার তারা। মাথা ঠান্ডা রেখে (লক্ষ্যপানে) এগিয়েছে তারা।’
হাতের তালুর মতো চেনা সব মাঠ, দর্শকভর্তি গ্যালারির সমর্থন আর পরিচিত কন্ডিশন। সব মিলিয়ে বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নেওয়া রোহিত শর্মার ‘টিম ইন্ডিয়া’কে স্টেশন ছেড়ে যাওয়া চলন্ত ট্রেনের সঙ্গে তুলনা করলেন ওয়াসিম আকরাম। খেলাধুলা বিষয়ক পাকিস্তানি চ্যানেল ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠানে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার বললেন, ‘ভারত যেন ব্রেক ফেল করা ছুটে চলা ট্রেন। তাদের তূণ অস্ত্রে ভরা। তাদের মেধা আছে, দক্ষতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, তারা জানে কীভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।’
বাংলাদেশের বিপক্ষে খেলায় চোট পাওয়ায় পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর বিকল্প বোলার হিসেবে খেলেছেন মোহাম্মদ শামি আর বিকল্প ব্যাটার হিসেবে সূর্যকুমার যাদব। দুজনের জায়গা করে দিতে বেঞ্চে বসতে হয়েছে পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। পরশুই প্রথম মাঠে নামার সুযোগ পেয়েই কী দুর্দান্তভাবেই না নিজেকে চেনালেন শামি। নিজের প্রথম বলেই উইকেট নিয়েছেন। আকাশে ওড়তে থাকা কিউই ব্যাটিং লাইন-আপকে ২৭৩ রানে আটকে রাখতে নিয়েছেন ৫ উইকেট। শেষ ১০ ওভারে ভারতীয় বোলাররা যে মাত্র ৬০ রান দিয়েছেন কিউইদের, তাঁর কৃতিত্ব ও ম্যাচসেরা শামিরই। কিউই ইনিংসের শেষ ১০ ওভারে পতন হওয়া ৬ উইকেটের চারটিই নিয়েছেন তিনি।
আকরাম বলছেন, ‘একটা স্কোয়াড ভারত কিংবা নিউজিল্যান্ডের মতোই হওয়া উচিত। যে কেউ যদি অসুস্থতাবোধ করে বা ফর্মে না থাকে কিংবা প্রতিপক্ষ কিংবা পিচ বিবেচনায় ভিন্ন কাউকে খেলাতে চান, তাহলে বিকল্পের কোনো কমতি নেই।’
২৭৩ রান যেভাবে তাড়া করেছে ভারত, সেটাও অন্য দলগুলোর জন্য শিক্ষণীয় বলে মনে করেন আকরাম, ‘রান তাড়াটা কি দুর্দান্তই না ছিল (তাদের) ! উইকেট পড়ছে, কিন্তু নির্বিকার তারা। মাথা ঠান্ডা রেখে (লক্ষ্যপানে) এগিয়েছে তারা।’
বিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
১ ঘণ্টা আগেচীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৫ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৫ ঘণ্টা আগে