১৭ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গেছে ইংল্যান্ড। ১-৫ ডিসেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন টেস্ট সিরিজের প্রথমটি। সবশেষ ২০০৫ সালে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল ইংলিশরা।
দীর্ঘ সময় পর পাকিস্তানে খেলতে যাওয়া ইংল্যান্ড দলের নেতৃত্বে আছেন বেন স্টোকস। তাই এই সিরিজকে ভিন্নভাবেই যেন স্মরণীয় করে রাখতে চাইছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। স্টোকস ঘোষণা দিয়েছেন, এই সিরিজে নিজের ম্যাচ ফি’র সম্পূর্ণ অর্থ পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করবেন।
পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য উদ্গ্রীব স্টোকস। টুইটারে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক লিখেছেন, 'এই ঐতিহাসিক সিরিজে প্রথমবার পাকিস্তানে আসতে পেরে দারুণ লাগছে। টেস্ট দল হিসেবে ১৭ বছর পর এখানে ফেরা খুবই রোমাঞ্চকর।’
পাকিস্তানের বন্যার্তদের নিয়ে স্টোকস লিখেছেন, 'এই বছরের শুরুর দিকে বন্যা পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করেছিল, তা দেখতে খুবই দুঃখজনক ছিল। দেশটির জনগণের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। খেলা আমার জীবনে অনেক কিছু দিয়েছে। আমি মনে করি, এখনই সঠিক সময় ক্রিকেটের বাইরে গিয়ে কিছু করার।’
ক্ষতিগ্রস্তদের সিরিজের ম্যাচ ফি দেওয়ার বিষয়টি উল্লেখ করে স্টোকস লিখেছেন, ‘এই টেস্ট সিরিজ থেকে আমার ম্যাচ ফি পাকিস্তানের বন্যার্তদের জন্য দান করব। আশা করি, এই অনুদান পাকিস্তানের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্গঠনের সাহায্য করবে।’
পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ক্ষতির পরিমাণ ৪ হাজার কোটি ডলারেরও বেশি। মারা গেছে ১ হাজারেরও বেশি মানুষ।
মুলতানে ৯-১৩ ডিসেম্বর হবে পাকিস্তান-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। ১৭-২১ ডিসেম্বর করাচিতে হবে সিরিজের শেষ টেস্ট।
১৭ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গেছে ইংল্যান্ড। ১-৫ ডিসেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন টেস্ট সিরিজের প্রথমটি। সবশেষ ২০০৫ সালে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল ইংলিশরা।
দীর্ঘ সময় পর পাকিস্তানে খেলতে যাওয়া ইংল্যান্ড দলের নেতৃত্বে আছেন বেন স্টোকস। তাই এই সিরিজকে ভিন্নভাবেই যেন স্মরণীয় করে রাখতে চাইছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। স্টোকস ঘোষণা দিয়েছেন, এই সিরিজে নিজের ম্যাচ ফি’র সম্পূর্ণ অর্থ পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করবেন।
পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য উদ্গ্রীব স্টোকস। টুইটারে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক লিখেছেন, 'এই ঐতিহাসিক সিরিজে প্রথমবার পাকিস্তানে আসতে পেরে দারুণ লাগছে। টেস্ট দল হিসেবে ১৭ বছর পর এখানে ফেরা খুবই রোমাঞ্চকর।’
পাকিস্তানের বন্যার্তদের নিয়ে স্টোকস লিখেছেন, 'এই বছরের শুরুর দিকে বন্যা পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করেছিল, তা দেখতে খুবই দুঃখজনক ছিল। দেশটির জনগণের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। খেলা আমার জীবনে অনেক কিছু দিয়েছে। আমি মনে করি, এখনই সঠিক সময় ক্রিকেটের বাইরে গিয়ে কিছু করার।’
ক্ষতিগ্রস্তদের সিরিজের ম্যাচ ফি দেওয়ার বিষয়টি উল্লেখ করে স্টোকস লিখেছেন, ‘এই টেস্ট সিরিজ থেকে আমার ম্যাচ ফি পাকিস্তানের বন্যার্তদের জন্য দান করব। আশা করি, এই অনুদান পাকিস্তানের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্গঠনের সাহায্য করবে।’
পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ক্ষতির পরিমাণ ৪ হাজার কোটি ডলারেরও বেশি। মারা গেছে ১ হাজারেরও বেশি মানুষ।
মুলতানে ৯-১৩ ডিসেম্বর হবে পাকিস্তান-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। ১৭-২১ ডিসেম্বর করাচিতে হবে সিরিজের শেষ টেস্ট।
বড়দের দেখানো পথে হাঁটতে পারলেন না অর্পিতা-প্রীতিরা। জাতীয় দল, অনূর্ধ্ব-২০ দলের মতো মূলপর্বে খেলার লক্ষ্য নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। প্রথম স্বাগতিক জর্ডানের বিপক্ষে ড্রয়ের পর গতকাল জয় ভিন্ন কোনো সমীকরণ ছিল না। উল্টো ভাসতে হলো গোলবন্যায়।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে মোহাম্মদ শামির না থাকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে আকার–ইঙ্গিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকদের প্রশ্নবিদ্ধ করেছেন এই তারকা পেসার। শামির মন্তব্যের জবাব দিতে ভুলেননি প্রধান নির্বাচক অজিত আগারকার।
১১ ঘণ্টা আগে২০১০–১১ মৌসুমের পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিততে পারেনি ইংল্যান্ড। তাই এবার দীর্ঘ অপেক্ষার ইতি টানতে চায় ইংলিশরা। সে লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বেন স্টোকসরা। তারই অংশ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড সেকারকে নিজেদের কোচিং প্যানেলে ফেরাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি
১২ ঘণ্টা আগেসিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে পাঞ্জাবের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিলেন কিরন নাভগিরে। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন মহারাষ্ট্রের এই ওপেনার।
১২ ঘণ্টা আগে