Ajker Patrika

ভারতের বিপক্ষে ভালো করে কোহলির দলে হাসারাঙ্গা

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৮: ২১
ভারতের বিপক্ষে ভালো করে কোহলির দলে হাসারাঙ্গা

সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশের জন্য ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুর্দান্ত একটি সিরিজ কাটানোর পর হাসারাঙ্গার আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। ভারতীয় সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, এই শ্রীলঙ্কান লেগ স্পিনারকে কেনার চেষ্টা করছে বেঙ্গালুরু।

শেষ পর্যন্ত বেঙ্গালুরুতেই গেলেন হাসারাঙ্গা। জুলাইয়ে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে শিখর ধাওয়ান-হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে বল হাতে দারুণ করেছিলেন এই স্পিনার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছিলেন সিরিজ সেরাও। সব মিলিয়ে আইপিএলের ডাক পাওয়াটা হয়ে দাঁড়িয়েছিল সময়ের ব্যাপার।

তবে হাসারাঙ্গার কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারেন অ্যাডাম জাম্পা! আমিরাতে আইপিএলের বাকি অংশে জাম্পার না খেলার সিদ্ধান্তই রাতারাতি কপাল খুলে দিয়েছে হাসারাঙ্গার। আমিরাতে আইপিএলের এই অংশে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস ও পেসার কেন রিচার্ডসনকেও পাচ্ছে না বেঙ্গালুরু। এ ছাড়া আগস্টে বাংলাদেশ সফরের দলে থাকায় খেলতে পারবেন না নিউজিল্যান্ডের উইকেটরক্ষক–ব্যাটসম্যান ফিন অ্যালেন ও ফাস্ট বোলার স্কট কুগেলেইনকে। 

এদের পরিবর্তে হাসারাঙ্গার সঙ্গে শ্রীলঙ্কান পেসার দুশমন্থ চামিরাকেও দলে দলে নিয়েছে বেঙ্গালুরু। পাশাপাশি সিঙ্গাপুরে জন্ম নেওয়া ব্যাটিং অলরাউন্ডার টিম ডেভিডকেও নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনের হয়ে গত মৌসুমে ১৫৩.২৯ স্ট্রাইক রেটে ২৭৯ রান করেছিলেন ডেভিড। বিদেশি কোটায় আরও একটি জায়গা খালি আছে বেঙ্গালুরুর। এদিকে দলটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন ক্যাটিচ। প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে ফ্র্যাঞ্চাইজিটি বর্তমান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান মাইক হেসনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত