Ajker Patrika

নামিবিয়াকে গুঁড়িয়ে এখনই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া 

আপডেট : ১২ জুন ২০২৪, ১১: ৫৫
নামিবিয়াকে গুঁড়িয়ে এখনই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া 

বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া। আইসিসি ইভেন্টের প্রতিটি টুর্নামেন্টের শিরোপা জেতা হয়ে গেছে অজিদের। সেই আত্মবিশ্বাস থেকেই যেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিধ্বংসী হয়ে উঠেছে। গ্রুপ পর্বের খেলা এখনো শেষ না হতেই তাদের চোখ শিরোপার দিকে। 

অ্যান্টিগায় আজ নামিবিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। নামিবিয়ার দেওয়া ৭৩ রানের লক্ষ্যে নেমে ৫.৪ ওভারে অজিরা করে ফেলে ১ উইকেটে ৭৪ রান। গ্রুপ পর্বে এখন তাদের একমাত্র ম্যাচ বাকি ১৬ জুন স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে সুপার এইটে অস্ট্রেলিয়া খেলবে ৩ ম্যাচ। সুপার এইটের বাধা পেরোলে শিরোপাজয়ের জন্য বাকি থাকবে কেবল দুই ম্যাচ। 

নামিবিয়ার বিপক্ষে আজ ৪ ওভারে ১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন অ্যাডাম জাম্পা। আফ্রিকার দলটির পঞ্চম থেকে অষ্টম—টানা এই ৪ উইকেট নিয়ে মেরুদণ্ড ভেঙে দেন জাম্পা, যার মধ্যে রয়েছে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিজের উইকেট। জাম্পার ৪ উইকেটের ২টিতে ক্যাচ ধরেছেন জশ হ্যাজলউড ও গ্লেন ম্যাক্সওয়েল। বাকি ২ উইকেট এলবিডব্লু ও বোল্ড। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার লেগস্পিনার বলেন, ‘আজ রাতে ম্যাচ জিতে সুপার এইটে উঠে ভালো লাগছে। শিরোপা ঘরে তোলার জন্য প্রথম ধাপ পেরিয়েছি। তবে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।’ 

ইংল্যান্ড, নামিবিয়া—টানা দুই ম্যাচে ম্যাচ-সেরা হয়েছেন জাম্পা। এ দুই ম্যাচ মিলে অস্ট্রেলিয়ার লেগস্পিনার নেন ৬ উইকেট। দারুণ ছন্দে থাকা জাম্পা বলেন, ‘বোলিংটা উপভোগ করি। অধিনায়কের থেকে অনুপ্রাণিত হয়ে উইকেট নিচ্ছে। শুধু নিজের কাজটাই করে যাচ্ছি।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত