ক্রীড়া ডেস্ক
টেস্টে সবচেয়ে বেশি ১৫ হাজার ৯২১ রান শচীন টেন্ডুলকারের। যে রেকর্ডটি অজেয়ই থাকবে বলে মতামত অনেক ক্রিকেট পণ্ডিতেরই।
যাঁরা বলছেন রেকর্ডটি অমর হয়ে থাকবে, তাঁদের যুক্তি, টি-টোয়েন্টি দ্রুত জনপ্রিয়তা পাওয়ার কারণে দ্বিপক্ষীয় সিরিজে এই সংস্করণের খেলা রাখতে গিয়ে কোপ পড়ছে টেস্টের ওপর। সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ার প্রলম্বিত করতে প্রয়োজন ফুরানোর আগেই টেস্ট ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে ক্রিকেটারদের মধ্যে। আন্তর্জাতিক ঘিঞ্জি সূচির কারণেও ক্লান্তি এড়াতে বেছে বেছে সিরিজ খেলার একটা সুযোগ বিভিন্ন বোর্ড করে দিচ্ছে তাদের ক্রিকেটারদের। তাই ব্যাটার যতই প্রতিভাবান কিংবা ধারাবাহিক হোক না কেন, কাছাকাছি ১৬ হাজার টেস্ট রান করার মতো ম্যাচ খেলার ধৈর্য, বয়স কিংবা সুযোগ তাঁর থাকবে কি!
সব মিলিয়ে শচীনের টেস্ট রানকে টপকে যাওয়াটা শুধু কঠিনই নয়, খুব বেশি কঠিন। সবচেয়ে বেশি টেস্ট রান করা ব্যাটারদের তালিকাটার দিকেই দেখা যাক না, ১০ হাজার রান পাওয়া ব্যাটারের সংখ্যা ১৪। এর মধ্যে একজনই আছেন, যিনি এখনো ক্রিকেট খেলছেন। তিনি হলেন জো রুট। ইংলিশ এই রুটকে নিয়েই রিকি পন্টিংয়ের বাজি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলছেন, একদিন রুটই ভেঙে ফেলবেন টেন্ডুলকারের টেস্ট রানের রেকর্ড।
আইসিসির রিভিউ অনুষ্ঠানে পন্টিং বললেন, ‘সে সম্ভবত এটা করতে পারবে। তার বয়স ৩৩ বছর...পিছিয়ে ৩ হাজার রানে। (শচীনের) রেকর্ড ভাঙাটা নির্ভর করবে ইংল্যান্ড বছরে কতটা টেস্টে খেলবে তার ওপর। যদি বছরে ১০ থেকে ১৪টা টেস্ট খেলে, আর ৮০০ থেকে ১০০০ রান করতে পারে, তাহলে তিন থেকে চার বছরেই লক্ষ্যে পৌঁছে যাবে। সে জন্য তাকে ৩৭ বছর পর্যন্ত খেলতে হবে।’
১৫ হাজার ৯২১ রান করতে শচীন টেন্ডুলকারকে খেলতে হয়েছে ২০০ টেস্ট। ভারতীয় ব্যাটিং মাস্টারের ক্যারিয়ার গড় ৫৩.৭৯। আর জো রুট ১৪৩ টেস্টে করেছেন ১২ হাজার ২৭ রান। তাঁর ব্যাটিং গড়ও পঞ্চাশের ওপরে—৫০.১১। ১৪৩ টেস্টে কিন্তু টেন্ডুলকারের রান ছিল ১১ হাজার ৩৬৬, যা রুটের চেয়ে ৬৬১ রান কম।
টেন্ডুলকারের রানের রেকর্ড ভাঙার জন্য পন্টিংয়ের রুটকে বাছাইয়ের কারণ, ইংলিশ ব্যাটারের অসম্ভব রানক্ষুধা এবং চমৎকার ধারাবাহিকতা। পন্টিং বলছেন, ‘যদি সে তার ক্ষুধাটা ধরে রাখতে পারে, তাহলে এটা (রানে শচীনকে ছাড়িয়ে যাওয়ার) সব সম্ভাবনাই আছে। গত দুই বছরে ব্যাটার হিসেবে উত্তরোত্তর ভালো করছে।’
টেস্টে সবচেয়ে বেশি ১৫ হাজার ৯২১ রান শচীন টেন্ডুলকারের। যে রেকর্ডটি অজেয়ই থাকবে বলে মতামত অনেক ক্রিকেট পণ্ডিতেরই।
যাঁরা বলছেন রেকর্ডটি অমর হয়ে থাকবে, তাঁদের যুক্তি, টি-টোয়েন্টি দ্রুত জনপ্রিয়তা পাওয়ার কারণে দ্বিপক্ষীয় সিরিজে এই সংস্করণের খেলা রাখতে গিয়ে কোপ পড়ছে টেস্টের ওপর। সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ার প্রলম্বিত করতে প্রয়োজন ফুরানোর আগেই টেস্ট ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে ক্রিকেটারদের মধ্যে। আন্তর্জাতিক ঘিঞ্জি সূচির কারণেও ক্লান্তি এড়াতে বেছে বেছে সিরিজ খেলার একটা সুযোগ বিভিন্ন বোর্ড করে দিচ্ছে তাদের ক্রিকেটারদের। তাই ব্যাটার যতই প্রতিভাবান কিংবা ধারাবাহিক হোক না কেন, কাছাকাছি ১৬ হাজার টেস্ট রান করার মতো ম্যাচ খেলার ধৈর্য, বয়স কিংবা সুযোগ তাঁর থাকবে কি!
সব মিলিয়ে শচীনের টেস্ট রানকে টপকে যাওয়াটা শুধু কঠিনই নয়, খুব বেশি কঠিন। সবচেয়ে বেশি টেস্ট রান করা ব্যাটারদের তালিকাটার দিকেই দেখা যাক না, ১০ হাজার রান পাওয়া ব্যাটারের সংখ্যা ১৪। এর মধ্যে একজনই আছেন, যিনি এখনো ক্রিকেট খেলছেন। তিনি হলেন জো রুট। ইংলিশ এই রুটকে নিয়েই রিকি পন্টিংয়ের বাজি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলছেন, একদিন রুটই ভেঙে ফেলবেন টেন্ডুলকারের টেস্ট রানের রেকর্ড।
আইসিসির রিভিউ অনুষ্ঠানে পন্টিং বললেন, ‘সে সম্ভবত এটা করতে পারবে। তার বয়স ৩৩ বছর...পিছিয়ে ৩ হাজার রানে। (শচীনের) রেকর্ড ভাঙাটা নির্ভর করবে ইংল্যান্ড বছরে কতটা টেস্টে খেলবে তার ওপর। যদি বছরে ১০ থেকে ১৪টা টেস্ট খেলে, আর ৮০০ থেকে ১০০০ রান করতে পারে, তাহলে তিন থেকে চার বছরেই লক্ষ্যে পৌঁছে যাবে। সে জন্য তাকে ৩৭ বছর পর্যন্ত খেলতে হবে।’
১৫ হাজার ৯২১ রান করতে শচীন টেন্ডুলকারকে খেলতে হয়েছে ২০০ টেস্ট। ভারতীয় ব্যাটিং মাস্টারের ক্যারিয়ার গড় ৫৩.৭৯। আর জো রুট ১৪৩ টেস্টে করেছেন ১২ হাজার ২৭ রান। তাঁর ব্যাটিং গড়ও পঞ্চাশের ওপরে—৫০.১১। ১৪৩ টেস্টে কিন্তু টেন্ডুলকারের রান ছিল ১১ হাজার ৩৬৬, যা রুটের চেয়ে ৬৬১ রান কম।
টেন্ডুলকারের রানের রেকর্ড ভাঙার জন্য পন্টিংয়ের রুটকে বাছাইয়ের কারণ, ইংলিশ ব্যাটারের অসম্ভব রানক্ষুধা এবং চমৎকার ধারাবাহিকতা। পন্টিং বলছেন, ‘যদি সে তার ক্ষুধাটা ধরে রাখতে পারে, তাহলে এটা (রানে শচীনকে ছাড়িয়ে যাওয়ার) সব সম্ভাবনাই আছে। গত দুই বছরে ব্যাটার হিসেবে উত্তরোত্তর ভালো করছে।’
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবি আগেই জানিয়েছে, শুধু টেস্ট খেলা ক্রিকেটারদের আর্থিক সুরক্ষায় এবার তারা বেশি জোর দিয়েছে। মুমিনুল হক-তাইজুল ইসলামদের মতো শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা যেন আর্থিক চিন্তায় টেস্ট থেকে মনোযোগ হারিয়ে না ফেলেন, সে কারণ
১ ঘণ্টা আগেহোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে সেই পরিকল্পনা হয়তো আলোর মুখ দেখছে না এবার। আজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে সদস্যদেশগুলো।
১২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন নেটে একদৃষ্টে তাকিয়ে থাকা ক্যামেরা আর মোবাইল ফোনের লেন্স যেন অপেক্ষায় ছিল একজনের জন্য। তিনিই হলেন নাহিদ রানা। পেস বোলিংয়ে বাংলাদেশের নতুন গতির তারকা।
১২ ঘণ্টা আগেমাঠের পারফরম্যান্সের মতোই ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠের অবস্থাও বিবর্ণ। ১১৫ বছর হয়ে গেছে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের। শতবর্ষ পেরিয়ে যাওয়া এই স্টেডিয়ামের অনেক কিছুই ক্ষয়ে গেছে। যার মধ্যে ছাদ ফুটো হয়ে জল পড়ার দৃশ্য ভাইরাল হয়ে গেছে। এই স্টেডিয়ামের কাছেই ৩১ হাজার কোটি টাকায় আইকনিক এক স্টেডিয়াম তৈরির প
১৪ ঘণ্টা আগে