ক্রীড়া ডেস্ক
এ বছর টেস্টে বেশ ব্যস্ত সূচি কাটানোর কথা বাংলাদেশের। রেকর্ড ১২টি টেস্ট সূচি ছিল নাজমুল হোসেন শান্তদের। কিন্তু সেটি আর হচ্ছে না। জিম্বাবুয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও দুটি ম্যাচের সিরিজ স্থগিত হয়েছে। যার কারণে এ বছর বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পাচ্ছে ৮টি।
২০২২ সালে ১০টি টেস্ট খেলে বাংলাদেশ, যা এখন পর্যন্ত তাদের এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ। ২০২৪ সালে সেটি ছাপিয়ে যাওয়ার সামনে ছিল বাংলাদেশ। সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর এফটিপি সূচি অনুযায়ী, শান্তরা ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বর্তমানে।
জুলাইয়ে আফগানদের বিপক্ষেও পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে সব ফরম্যাটের অ্যাওয়ে সিরিজটি স্থগিত হয়েছে। জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের সঙ্গে দুই টেস্ট ও সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার আশা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এই সিরিজ স্থগিত হওয়ার প্রসঙ্গে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে আজ বিসিবি পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘উভয় বোর্ড সম্মত হওয়ায় অন্য কোনো সময়ে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটি পুনর্নির্ধারিত হবে।’
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত হয়, যেটি হওয়ার কথা ছিল এপ্রিলে। আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর নভেম্বর-ডিসেম্বরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে তারা যাবে ওয়েস্ট ইন্ডিজে। এই সিরিজগুলোতে সাকিব আল হাসানকে চায় বাংলাদেশ। ইতিমধ্যে এক বছর পর টেস্টে ফিরেছেন তিনি। খেলছেন চট্টগ্রাম টেস্টে।
এ বছর টেস্টে বেশ ব্যস্ত সূচি কাটানোর কথা বাংলাদেশের। রেকর্ড ১২টি টেস্ট সূচি ছিল নাজমুল হোসেন শান্তদের। কিন্তু সেটি আর হচ্ছে না। জিম্বাবুয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও দুটি ম্যাচের সিরিজ স্থগিত হয়েছে। যার কারণে এ বছর বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পাচ্ছে ৮টি।
২০২২ সালে ১০টি টেস্ট খেলে বাংলাদেশ, যা এখন পর্যন্ত তাদের এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ। ২০২৪ সালে সেটি ছাপিয়ে যাওয়ার সামনে ছিল বাংলাদেশ। সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর এফটিপি সূচি অনুযায়ী, শান্তরা ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বর্তমানে।
জুলাইয়ে আফগানদের বিপক্ষেও পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে সব ফরম্যাটের অ্যাওয়ে সিরিজটি স্থগিত হয়েছে। জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের সঙ্গে দুই টেস্ট ও সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার আশা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এই সিরিজ স্থগিত হওয়ার প্রসঙ্গে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে আজ বিসিবি পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘উভয় বোর্ড সম্মত হওয়ায় অন্য কোনো সময়ে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটি পুনর্নির্ধারিত হবে।’
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত হয়, যেটি হওয়ার কথা ছিল এপ্রিলে। আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর নভেম্বর-ডিসেম্বরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে তারা যাবে ওয়েস্ট ইন্ডিজে। এই সিরিজগুলোতে সাকিব আল হাসানকে চায় বাংলাদেশ। ইতিমধ্যে এক বছর পর টেস্টে ফিরেছেন তিনি। খেলছেন চট্টগ্রাম টেস্টে।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৬ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১০ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১২ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে