Ajker Patrika

ভয়ই পাইয়ে দিয়েছিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, হোবার্ট (অস্ট্রেলিয়া) থেকে
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১০: ০২
ভয়ই পাইয়ে দিয়েছিলেন সাকিব

হোবার্টে আগামীকাল বাংলাদেশ যে মাঠে খেলবে, সেই বেলেরিভ ওভালে নয়; তারা আজ অনুশীলন করেছে শহরের আরেক ভেন্যু কিংসটন টুইন ওভালে। ম্যাচের আগের দিন তাই সাকিবদের বোঝার উপায় ছিল না বেলেরিভ ওভালের উইকেট কিংবা কন্ডিশন নিয়ে। অনুশীলনে বাংলাদেশের চিন্তা আরও বাড়ল সাকিব আল হাসানের আঘাতে।

সকালে নেটে ব্যাটিং শেষে মাঝ উইকেটে ঝালিয়ে নিতে চেয়েছিলেন সাকিব। থ্রোয়ারের থ্রো ডাউনে একটা বল লাগে সাকিবের হাঁটুতে। একটু খোঁড়াতে খোঁড়াতেই সাকিব দ্রুত চলে যান ড্রেসিংরুমের দিকে। দ্রুত অধিনায়কের কাছে ছুটে যানে টেকনিক্যাল কনসাল্ট্যান্ট শ্রীরাম শ্রীধরন।

সন্ধ্যায় দলীয় সূত্রে জানা যায়, সাকিবের চোট গুরুতর নয়। আশা করা হচ্ছে আগামীকাল নেদারল্যান্ডসের ম্যাচে তারকা অলরাউন্ডারের খেলতে অসুবিধা হবে না। সাকিব আজ সংবাদ সম্মেলনে বলছিলেন, তাঁদের প্রস্তুতিতে ঘাটতি নেই, ‘আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। সবাই ফিট এবং খেলতে তৈরি। আমার মতে, নিউজিল্যান্ডে খেলা চার ম্যাচ আমাদের সহায়তা করবে। বিশেষ করে হোবার্টের আবহাওয়া অনেকটা ক্রাইস্টচার্চের মতো। হ্যাঁ, সবাই প্রস্তুত এবং আগামীকালের ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত