Ajker Patrika

অস্ট্রেলিয়া–পরীক্ষার আগে তাসকিন দেখছেন বুমরার বোলিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ট্রেলিয়া–পরীক্ষার আগে তাসকিন দেখছেন বুমরার বোলিং

৭২ ঘণ্টার রুম কোয়ারেন্টিন। এই সময়ে রুমের বাইরে যাওয়ার সুযোগ নেই। পাশের রুমের সতীর্থের সঙ্গে আড্ডা দেওয়াও হচ্ছে না! হোটেলের ‘দমবন্ধ’ সেই সময়টা কীভাবে কাটছে, পুরোটা যেন ৪৪ সেকেন্ডের ভিডিওতে তুলে ধরেছেন তাসকিন আহমেদ।

‘রুম কোয়ারেন্টিন’ ক্যাপশন দিয়ে আজ সেই ভিডিওটা ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন তাসকিন। ভিডিওর শুরুতেই তাসকিন দেখান, তিনি বেশ ‘চিন্তিত’! মুখে হাত দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর পর তাসিকনকে দেখা গেল বালিশে মাথা গুঁজে ঘুমিয়ে আছেন। ২৬ বছর বয়সী পেসার এরপর ডুব দেন মুঠোফোনের গেমসে। তারপর মুরগি আর খাসির মাংসে ভরপুর পেট পুঁজো। সেই পর্ব শেষ হতে না হতেই হাতে নিলেন জুসের প্যাকেট। এরপর ব্রাশ করতে করতে তাসকিন দেখালেন জিম করার সামগ্রী। শেষে ভারত–পাকিস্তান ম্যাচের হাইলাইটস দেখতেও দেখা গেল তাসকিনকে।

স্টার স্পোর্টসে দেখাচ্ছিল ভারত–পাকিস্তান ম্যাচের হাইলাইটস। তবে কোন ম্যাচটি দেখানো হয়েছে, ঠিক বোঝা যাচ্ছিল না। তবে যেটি বোঝা গেল, সরফরাজ আহমেদের বিপক্ষে বোলিং করছিলেন জসপ্রীত বুমরা। আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের দুই বছর পর এলেও বুমরা এরই মধ্যে নিয়ে গিয়েছেন অন্য পর্যায়ে। তিন সংস্করণেই হয়ে উঠেছেন ভারতের এক নম্বর পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের আগে বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা বুমরার বোলিং দেখে কি নতুন লক্ষ্যটা ঠিক করে নিলেন তাসকিন?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত