নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৭২ ঘণ্টার রুম কোয়ারেন্টিন। এই সময়ে রুমের বাইরে যাওয়ার সুযোগ নেই। পাশের রুমের সতীর্থের সঙ্গে আড্ডা দেওয়াও হচ্ছে না! হোটেলের ‘দমবন্ধ’ সেই সময়টা কীভাবে কাটছে, পুরোটা যেন ৪৪ সেকেন্ডের ভিডিওতে তুলে ধরেছেন তাসকিন আহমেদ।
‘রুম কোয়ারেন্টিন’ ক্যাপশন দিয়ে আজ সেই ভিডিওটা ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন তাসকিন। ভিডিওর শুরুতেই তাসকিন দেখান, তিনি বেশ ‘চিন্তিত’! মুখে হাত দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর পর তাসিকনকে দেখা গেল বালিশে মাথা গুঁজে ঘুমিয়ে আছেন। ২৬ বছর বয়সী পেসার এরপর ডুব দেন মুঠোফোনের গেমসে। তারপর মুরগি আর খাসির মাংসে ভরপুর পেট পুঁজো। সেই পর্ব শেষ হতে না হতেই হাতে নিলেন জুসের প্যাকেট। এরপর ব্রাশ করতে করতে তাসকিন দেখালেন জিম করার সামগ্রী। শেষে ভারত–পাকিস্তান ম্যাচের হাইলাইটস দেখতেও দেখা গেল তাসকিনকে।
স্টার স্পোর্টসে দেখাচ্ছিল ভারত–পাকিস্তান ম্যাচের হাইলাইটস। তবে কোন ম্যাচটি দেখানো হয়েছে, ঠিক বোঝা যাচ্ছিল না। তবে যেটি বোঝা গেল, সরফরাজ আহমেদের বিপক্ষে বোলিং করছিলেন জসপ্রীত বুমরা। আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের দুই বছর পর এলেও বুমরা এরই মধ্যে নিয়ে গিয়েছেন অন্য পর্যায়ে। তিন সংস্করণেই হয়ে উঠেছেন ভারতের এক নম্বর পেসার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের আগে বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা বুমরার বোলিং দেখে কি নতুন লক্ষ্যটা ঠিক করে নিলেন তাসকিন?
৭২ ঘণ্টার রুম কোয়ারেন্টিন। এই সময়ে রুমের বাইরে যাওয়ার সুযোগ নেই। পাশের রুমের সতীর্থের সঙ্গে আড্ডা দেওয়াও হচ্ছে না! হোটেলের ‘দমবন্ধ’ সেই সময়টা কীভাবে কাটছে, পুরোটা যেন ৪৪ সেকেন্ডের ভিডিওতে তুলে ধরেছেন তাসকিন আহমেদ।
‘রুম কোয়ারেন্টিন’ ক্যাপশন দিয়ে আজ সেই ভিডিওটা ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন তাসকিন। ভিডিওর শুরুতেই তাসকিন দেখান, তিনি বেশ ‘চিন্তিত’! মুখে হাত দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর পর তাসিকনকে দেখা গেল বালিশে মাথা গুঁজে ঘুমিয়ে আছেন। ২৬ বছর বয়সী পেসার এরপর ডুব দেন মুঠোফোনের গেমসে। তারপর মুরগি আর খাসির মাংসে ভরপুর পেট পুঁজো। সেই পর্ব শেষ হতে না হতেই হাতে নিলেন জুসের প্যাকেট। এরপর ব্রাশ করতে করতে তাসকিন দেখালেন জিম করার সামগ্রী। শেষে ভারত–পাকিস্তান ম্যাচের হাইলাইটস দেখতেও দেখা গেল তাসকিনকে।
স্টার স্পোর্টসে দেখাচ্ছিল ভারত–পাকিস্তান ম্যাচের হাইলাইটস। তবে কোন ম্যাচটি দেখানো হয়েছে, ঠিক বোঝা যাচ্ছিল না। তবে যেটি বোঝা গেল, সরফরাজ আহমেদের বিপক্ষে বোলিং করছিলেন জসপ্রীত বুমরা। আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের দুই বছর পর এলেও বুমরা এরই মধ্যে নিয়ে গিয়েছেন অন্য পর্যায়ে। তিন সংস্করণেই হয়ে উঠেছেন ভারতের এক নম্বর পেসার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের আগে বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা বুমরার বোলিং দেখে কি নতুন লক্ষ্যটা ঠিক করে নিলেন তাসকিন?
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
১০ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৩ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগে