Ajker Patrika

ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি, দর্শকেরা দেখবেন কোথায়

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৭: ০০
ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি, দর্শকেরা দেখবেন কোথায়

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে ২ মাস বাকি রয়েছে। ভারতে চলতি বছরের ৫ অক্টোবর টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিশ্ব ভ্রমণে রয়েছে বিশ্বকাপ ট্রফি। সেই ধারাবাহিকতায় আজ রাতে বাংলাদেশে ট্রফি আসছে।

ট্রফি নিয়ে আগত অতিথিদের সম্ভাষণ জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিবির একটি প্রতিনিধি দল থাকবে। বাংলাদেশে ৩ দিন বিশ্বকাপ ট্রফি থাকবে। ৭ আগস্ট থেকে ৯ আগস্ট দেশে ট্রফি থাকবে। এই তিন দিন বিশ্বকাপ ট্রফি কোন কোন স্থানে নেওয়া হবে সেই সূচি আজ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সূচি অনুযায়ী, আগামীকাল বেলা ৩টায় পদ্মা সেতুতে আনুষ্ঠানিকভাবে ফটোশুট হবে। পদ্মা সেতুতে ফটোশুট করার বিষয়টি অবশ্য কিছুদিন আগে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আইসিসি সাধারণত সব দেশের আইকোনিক লোকেশনে ট্রফি রেখে ফটোসেশন করে থাকে। সে হিসেবে আমাদের দেশে পদ্মা সেতু হতে পারে আইকোনিক স্পট। এটা যেহেতু আমাদের গর্বের বিষয়। সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবিটা তোলা হবে। সেই ছবি আইসিসি পরে ব্যবহার করবে।’

৮ আগস্ট মিরপুর স্টেডিয়ামে ট্রফি থাকবে। সেদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফির সঙ্গে ছবি তোলার এবং দেখার সুযোগ পাবেন নারী–পুরুষ উভয় জাতীয় দলের খেলোয়াড়, বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেটে অফিশিয়াল, আয়োজক এবং সংবাদমাধ্যমের কর্মীরা।

বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি থাকার শেষ দিন ৯ আগস্ট। সেদিন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে বিসিবি। ক্রীড়াপ্রেমীরা ট্রফিটি দেখতে পারবেন বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে ছবি তোলার জন্য সমর্থকদের দূরত্ব বজায় রাখতে হবে।

প্রতি বিশ্বকাপের আগেই বিশ্বভ্রমণে বের হয় ট্রফি। ব্যতিক্রম হচ্ছে না এবারও। গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উন্মোচন হয়। তবে ট্রফির বিভিন্ন দেশে ঘোরা শুরু হয় ১৪ জুলাই থেকে। সব মিলিয়ে মোট ১৯টি দেশ ঘোরার কথা এই ট্রফির। বাংলাদেশ থেকে এটার পরের গন্তব্য কুয়েত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত