Ajker Patrika

বিপিএলের মাঝেই বকেয়া বেতনের দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৫: ৩৫
বিপিএলের মাঝেই বকেয়া বেতনের দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন

দুপুর দেড়টায় মিরপুরে শুরু হয়েছে বিপিএলে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি তামিম ইকবাল ও সাকিব আল হাসান। একদিকে দুই দলের সমর্থকের স্লোগানে মুখরিত স্টেডিয়াম প্রাঙ্গণ। পাশাপাশি আরেক পাশে চলছে বকেয়া বেতনের দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন। সেটিও আবার বিপিএলের মাঝেই। 

মূলত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ক্লাব ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা ঠিকভাবে বেতন না পাওয়ার অভিযোগে এই মানববন্ধন করেছেন আজ। গত দুই বছর ধরে ৮০ শতাংশের বেশি বেতন বকেয়ার অভিযোগ তাঁদের। 

সর্বশেষ ডিপিএলে ব্রাদার্সের হয়ে খেলা পেসার মানিক খান আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমাদের সব ক্রিকেটারের ৮০ শতাংশের বেশি বেতন বকেয়া। এর মধ্যে এক চুক্তি অনুযায়ী ৭০ শতাংশ পরিশোধ করার কথা ছিল ফরচুনের (বরিশাল) মালিক মিজানুর রহমানের। তিনি টাকা না দেওয়ায় মূলত ক্লাব টাকা বুঝিয়ে দিতে পারছে না আমাদের।’ 

ফরচুনের মালিক মিজানুর রহমান ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বর্তমান বিসিবির কাউন্সিলর। মানববন্ধনে এক ক্রিকেটার বলেছেন, ‘আমরা ক্রিকেটটা পেশাদার জায়গা থেকে খেলি। আমরা যদি এখান আর্থিকভাবে স্বাবলম্বী না হই, এটা আমাদের জন্য সত্যি দুঃখজনক। আমাদের দুই বছর বেতন বকেয়া। বছরপ্রতি ৭০ শতাংশ হিসেবে দুই বছর মিলিয়ে ১৪০ শতাংশ বেতন বকেয়া।’ 

মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার মোহাম্মদ আমিন খান, অধিনায়ক মিজানুর রহমান, মইন খান, মাইশুকুর রহমানরা। অধিনায়ক মিজানও আহ্বান জানিয়েছেন, চুক্তি অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত