হাসান আলির দারুণ এক ডেলিভারি মিড উইকেট দিয়ে ছক্কা মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার পৌঁছান কুশল মেন্ডিস। আড়াই বছরের বেশি সময় পর পেয়েছেন ওয়ানডে সেঞ্চুরি। কিন্তু ব্যাট দেখিয়ে উদ্যাপনটা করলেন একদমই সাদামাটা ভাবেই।
সবশেষ এশিয়া কাপে দুইবার ৯০-এর ঘরে পৌঁছেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন মেন্ডিস। আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ৯২ এবং ৯১ রানে ফিরেছিলেন পাকিস্তানের বিপক্ষে। তাঁর সেই আক্ষেপ ঘুচল বিশ্বকাপে। খেলেছেন ৭৭ বলে ১২২ রানের বিধ্বংসী এক ইনিংস। প্রথম ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ৪২ বলে ৭৬ রান।
২৭ তম ওভারের প্রথম বলে হাসানকে ছক্কা মেরে মাত্র ৬৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন মেন্ডিস। তাতে বিশ্বকাপ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তালিকায়ও নাম উঠে গেছে তাঁর। কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরি এখন মেন্ডিসেরই। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৭০ রানে সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা। সব মিলিয়ে বিশ্বকাপের ৬ষ্ঠ দ্রুততম সেঞ্চুরি।
২৯ তম ওভারে আবারও হাসানের ওপর চড়াও হন মেন্ডিস। পর পর দুই ছক্কার পর, তৃতীয় ছক্কার জন্যও ব্যাট চালিয়েছিলেন। তবে এবার ওই মিড উইকেটেই বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে ক্যাচ নিয়েছেন ইমাম-উল-হক। মেন্ডিসের ১২২ রানের ইনিংসে ছিল ১৪টি চার ও ৬টি ছক্কার বাউন্ডারি।
২২ গজে দুর্দান্ত সময় পার করছেন মেন্ডিস। এশিয়া কাপে করেছিলেন ৩ ফিফটি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ৮৭ বলে ১৫৮ রান। মূল লড়াইয়েও সে ছন্দ ধরে রাখলেন এই টপ অর্ডার ব্যাটার।
হায়দরাবাদে মেন্ডিসের সেঞ্চুরি, পাতুন নিসাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমার ফিফটিতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন পর্যন্ত তাদের সংগ্রহ ৩৪.৩ ওভারে ৪ উইকেটে ২৪৫ রান।
হাসান আলির দারুণ এক ডেলিভারি মিড উইকেট দিয়ে ছক্কা মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার পৌঁছান কুশল মেন্ডিস। আড়াই বছরের বেশি সময় পর পেয়েছেন ওয়ানডে সেঞ্চুরি। কিন্তু ব্যাট দেখিয়ে উদ্যাপনটা করলেন একদমই সাদামাটা ভাবেই।
সবশেষ এশিয়া কাপে দুইবার ৯০-এর ঘরে পৌঁছেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন মেন্ডিস। আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ৯২ এবং ৯১ রানে ফিরেছিলেন পাকিস্তানের বিপক্ষে। তাঁর সেই আক্ষেপ ঘুচল বিশ্বকাপে। খেলেছেন ৭৭ বলে ১২২ রানের বিধ্বংসী এক ইনিংস। প্রথম ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ৪২ বলে ৭৬ রান।
২৭ তম ওভারের প্রথম বলে হাসানকে ছক্কা মেরে মাত্র ৬৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন মেন্ডিস। তাতে বিশ্বকাপ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তালিকায়ও নাম উঠে গেছে তাঁর। কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরি এখন মেন্ডিসেরই। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৭০ রানে সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা। সব মিলিয়ে বিশ্বকাপের ৬ষ্ঠ দ্রুততম সেঞ্চুরি।
২৯ তম ওভারে আবারও হাসানের ওপর চড়াও হন মেন্ডিস। পর পর দুই ছক্কার পর, তৃতীয় ছক্কার জন্যও ব্যাট চালিয়েছিলেন। তবে এবার ওই মিড উইকেটেই বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে ক্যাচ নিয়েছেন ইমাম-উল-হক। মেন্ডিসের ১২২ রানের ইনিংসে ছিল ১৪টি চার ও ৬টি ছক্কার বাউন্ডারি।
২২ গজে দুর্দান্ত সময় পার করছেন মেন্ডিস। এশিয়া কাপে করেছিলেন ৩ ফিফটি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ৮৭ বলে ১৫৮ রান। মূল লড়াইয়েও সে ছন্দ ধরে রাখলেন এই টপ অর্ডার ব্যাটার।
হায়দরাবাদে মেন্ডিসের সেঞ্চুরি, পাতুন নিসাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমার ফিফটিতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন পর্যন্ত তাদের সংগ্রহ ৩৪.৩ ওভারে ৪ উইকেটে ২৪৫ রান।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
৯ মিনিট আগেরানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
১ ঘণ্টা আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
২ ঘণ্টা আগে