Ajker Patrika

ভারত-পাকিস্তান যুদ্ধের ভয়ংকর পরিস্থিতির গল্প শোনালেন মঈন

ক্রীড়া ডেস্ক    
ভারত-পাকিস্তান যুদ্ধের সময় অনেক আতঙ্কিত হয়ে পড়েছিলেন মঈন আলী। ছবি: ক্রিকইনফো
ভারত-পাকিস্তান যুদ্ধের সময় অনেক আতঙ্কিত হয়ে পড়েছিলেন মঈন আলী। ছবি: ক্রিকইনফো

মে মাসের প্রথম দিকে উপমহাদেশে তৈরি হয় থমথমে পরিস্থিতি। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যেত ভারত-পাকিস্তান যুদ্ধের নানা খবর। একপক্ষ অপরপক্ষের ওপর মারণাস্ত্র নিয়ে হামলা করছিল। সেই সময়টা কী আতঙ্কের মধ্য দিয়ে গিয়েছিলেন, সেই গল্প শোনালেন মঈন আলী।

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের এক পর্যায়ে পরিবারসহ ইংল্যান্ডে চলে যান মঈন। কিন্তু তাঁর মা-বাবা পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ-কাশ্মীরে ছিলেন বলে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ নামে এক পডকাস্টে জানিয়েছেন তিনি। ভারত যখন ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল, সেই সময়ের ভীতিকর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন মঈন। ৩৭ বছর বয়সী ইংল্যান্ডের এই অলরাউন্ডার বলেন, ‘আমার বাবা-মা তখন পাকিস্তানের কাশ্মীরে ছিলেন। হামলার জায়গা থেকে কয়েক ঘণ্টার পথ হবে। সেদিনই তাঁরা শেষ ফ্লাইটে উঠতে পেরেছিলেন। তাঁরা কাশ্মীর থেকে বের হতে পেরেছেন জেনে স্বস্তি পেয়েছিলাম। তবে সময়টা অনেক ভয়ংকর ছিল।’

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান যুদ্ধ বহু বছর ধরে। এ বছরের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটক নিহতের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিস্ফোরণের শব্দ না শুনলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে হতবিহ্বল হয়ে পড়েন মঈন। ইংল্যান্ডের এই ক্রিকেটার বলেন, ‘কাশ্মীরে হামলা হলো। দ্রুতই এরপর যেন সবকিছু উত্তপ্ত হয়ে গেল। হঠাৎই যুদ্ধ শুরু হয়ে গেছে। বিস্ফোরণের আওয়াজ যদিও আমি শুনিনি। সবার আগে পরিবারকে নিরাপদে বের করে আনার চিন্তা কাজ করছিল।’

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে একের পর এক বিমানবন্দর বন্ধ হওয়ার খবর শোনা যাচ্ছিল বলে জানিয়েছেন মঈন। ফ্লাইট বাতিলের দুশ্চিন্তা সেই মুহূর্তে তাঁর মনে কাজ করছিল বলে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাক্ষাৎকারে বোঝা গেছে। ইংল্যান্ডের অলরাউন্ডার বলেন, ‘আশেপাশে এত গুজব ছড়িয়েছে যে মানুষজনকে বিশ্বাস করা কঠিন। বিশেষ করে সংবাদমাধ্যমগুলোর কথা। আসলে কী হচ্ছে, সেটা তো আপনি জানেন না। এটা আরও ভয়ংকর ব্যাপার। সবচেয়ে দুশ্চিন্তার ব্যাপার ছিল বিমানের টিকিট বাতিল হওয়ার ব্যাপারটা।’

রাজনীতির বলি হওয়ার আশঙ্কাও কাজ করছিল মঈনের মনে। সে সময় ভীতিকর পরিস্থিতির বর্ণনা দিয়ে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একে তো আমি পাকিস্তানি বংশোদ্ভূত। সংঘাতের সময় ভারতে ছিলাম। এমন এক পরিস্থিতিতে পড়া মানে যে রাজনীতির বলি হওয়া। সত্যিই বিশ্বাস করি দুই পাশের মানুষ একই। সীমান্তই শুধু তাদের আলাদা করেছে।’

মঈনের জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর পূর্বপুরুষ থাকতেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে। ইংল্যান্ডের জার্সিতে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ৬৮ টেস্ট, ১৩৮ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি খেলেছেন। ২৯৮ ম্যাচে ৬৬৭৮ রানের পাশাপাশি নিয়েছেন ৩৬৬ উইকেট। গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মঈন।

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে সাময়িক স্থগিত থাকার পর পুনরায় শুরু হয়েছে আইপিএল-পিএসএল। তবে মঈন এরপর ভারতে ফেরেননি। ২০২৫ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৬ ম্যাচ খেলেন। কলকাতা এরপর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত