Ajker Patrika

এক দিনে দুই সুখবর পেলেন লিটন

আপডেট : ০২ জুন ২০২২, ১৪: ৩২
এক দিনে দুই সুখবর পেলেন লিটন

টেস্টে শেষ দুই বছরে লিটন দাস নিজেকে বিশ্বসেরা উইকেটরক্ষক ব্যাটারদের কাতারে নিয়ে গেছেন। এই সময়ে উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে লিটন দাসের চেয়ে বেশি রান করেছেন শুধু ঋষভ পন্ত। গড়ের দিক দিয়ে অবশ্য লিটনের ধারেকাছেও কেউ নেই। লাল বলের ক্রিকেট শেষ দুই বছরে লিটনই একমাত্র উইকেটরক্ষক ব্যাটার, যাঁর গড় পঞ্চাশের ওপরে।

সবশেষ শ্রীলঙ্কা সিরিজেও হেসেছে লিটনের ব্যাট। ২ ম্যাচের টেস্ট সিরিজে ৩ ইনিংসে লিটন করেছেন ২৮১ রান। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথম টেস্টের পরই আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছিলেন লিটন। এবার মাসের শুরুতে আইসিসির আরেক হালনাগাদে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিং ও রেটিং পয়েন্টে রেকর্ড গড়েছেন লিটন। দেশের হয়ে সর্বোচ্চ ৭২৪ রেটিং পয়েন্টে তামিমকে ছাড়িয়ে র‍্যাঙ্কিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন তিনি। ২০১৭ সালের আগস্টে তামিমের রেটিং পয়েন্ট ছিল ৭০৯, যা বাংলাদেশিদের মধ্যে এত দিন সর্বোচ্চ ছিল। এবার তামিমকে টপকে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সব সময়ের সেরার অবস্থানের উঠে এসেছেন লিটন। আগের সেরা ছিল তামিমের। ২০১৭ সালে ১৪ নম্বর উঠেছিলেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছিলেন লিটন। এরপর মিরপুরে ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেন ৫২ রান। এবার র‍্যাঙ্কিংয়ে আরও ৫ ধাপ এগোলেন লিটন। লিটনের আগানোর দিনে পিছিয়েছেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘পেয়ার’ পেয়ে ৫ ধাপ নিচে নেমে ৩২ নম্বরে এসেছেন এই বাঁহাতি ওপেনার।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সাকিবের অবস্থান অপরিবর্তিত। আগের মতোই বাঁহাতি অলরাউন্ডারের অবস্থান ৪৩ নম্বরে। আর খারাপ সময়ে পার করা মুমিনুল হক নিচে নেমে গেছেন আরও, এখন আছেন ৬৪ নম্বরে।

খেলা সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত