Ajker Patrika

আবারও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১২: ১৫
আবারও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল সীমিত ওভারের ক্রিকেটে আবারও বাবর আজম পাকিস্তানের অধিনায়ক হতে যাচ্ছেন। অবশেষে সেই গুঞ্জনটাই সত্যি হলো। আজ তাঁকে সাদা বলের ক্রিকেটে পুনরায় অধিনায়ক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

আজমকে অধিনায়ক করার বিষয়টি নিজেদের এক্স একাউন্টে নিশ্চিত করেছে পিসিবি। সামাজিক মাধ্যমে পোষ্ট করা ভিডিওতে অধিনায়ক বাবরের সঙ্গে কথা বলতে দেখা যায় পিসিবি সভাপতি মহসিন নাকভিকে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর তাঁকে এক প্রকার বাধ্য করা হয়েছিল তিন সংস্করণ থেকে অধিনায়কত্ব ছাড়তে। পরে তিনি ছাড়লে টি–টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদিকে নেতৃত্ব দিয়েছিল পাকিস্তান। আর টেস্টে শান মাসুদকে। মাসুদ টিকে গেলেও শাহিন আফ্রিদির অধিনায়কত্বের মেয়াদ প্রায় ৫ মাসেই শেষ হলো। গত ১৫ নভেম্বর সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন বাঁহাতি পেসার।

দায়িত্ব পাওয়ার পর নিউজিল্যান্ড সফরেই শুধু দলকে নেতৃত্ব দিতে পেরেছেন শাহিন। ৫ ম্যাচের সিরিজে তাঁর দল ৪-১ ব্যবধানে কিউইদের কাছে ধরাশায়ী হয়েছিল। অধিনায়কত্বের প্রথম মেয়াদ তাই ৫ ম্যাচে ১ জয়েই শেষ হলো তাঁর। বাবর আবারও নেতৃত্ব পাওয়ায় তাই এটা নিশ্চিত তাঁর নেতৃত্বেই টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত