Ajker Patrika

চার ম্যাচ খেলতেই ৯ হাজার মাইল ভ্রমণ 

চার ম্যাচ খেলতেই ৯ হাজার মাইল ভ্রমণ 

মাঠে কত অসম্ভবকেই তো সম্ভব করেছেন। তেমন আরেকটি গল্প লিখতে চলেছেন সুনীল নারাইন। ৭৫ ঘণ্টায় দুই মহাদেশের দুই ক্রিকেট লিগে ৪টি ম্যাচ খেলবেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। এ যেন হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।

টি-টোয়েন্টি যুগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের চাহিদা তুঙ্গে। নারাইনও খেলে চলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সীমিত ওভারের ক্রিকেটের সেরাদের একজন তিনি। এবার এক সপ্তাহের টি-টোয়েন্টির প্রতিশ্রুতি মেটাতেই এক ভ্রমণ যুদ্ধে নামতে হচ্ছে নারাইনকে। আটলান্টিকের ওপর দিয়ে ৯ হাজার মাইল পাড়ি দেওয়ার পরিকল্পনা করতে হচ্ছে ৩৫ বছর বয়সী এই ত্রিনিদাদিয়ানকে। 

সামনে প্রথমবারের মতে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি লিগ। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) উদ্বোধনী আসরে নারাইন খেলবেন এলএ নাইট রাইডার্সের হয়ে। আর বর্তমানে যুক্তরাজ্যর ভাইটালিটি ব্লাস্টে তিনি খেলছেন সারের হয়ে। আইপিএল শেষের পর এই লিগ খেলতে গত ছয় সপ্তাহ ধরে যুক্তরাজ্যে তিনি। ইতিমধ্যে সারের হয়ে ১৫টি ম্যাচও খেলে ফেলেছেন। ফ্র্যাঞ্চাইজিটি সর্বোচ্চ ২০ উইকেটশিকারিও তিনি। ব্যাট হাতেও নিজেকে পুনরায় আবিষ্কার করছেন। তাঁর ব্যাটিং গড় ২২.৫৫ ও স্ট্রাইকরেট ১৫৯.৮৪। 

গত শুক্রবার রাতে ম্যানচেস্টারে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সারেকে দুর্দান্ত জয়ও এনে দিয়েছেন নারাইন। সেই ম্যাচ খেলার পর বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে ডালাসে এমএলসির উদ্বোধনী ম্যাচে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে এলএ নাইট রাইডার্সের হয়ে খেলতে যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক তাঁর আইপিএলের ক্লাব কলকাতা নাইট রাইডার্স। একই ফ্র্যাঞ্চাইজির মালিকের অধীন ত্রিনবাগো ও আবুধাবির হয়েও খেলেছেন নারাইন। 

সারের আশা, আগামী স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাজ্যে ফিরবেন নারাইন। অংশ নেবেন ব্লাস্টের সেমিফাইনালে সমারসেটের বিপক্ষে। ম্যাচটি হবে এজবাস্টনে, স্থানীয় সময় ২টা ৩০ মিনিটে। শেষ চারে জিতলে একইদিন সন্ধ্যায় বার্মিংহামে তারা ফাইনালে মুখোমুখি হবে অন্য দুই সেমিফাইনালিস্ট এসেক্স বা হ্যাম্পশায়ারের। 

সেই ম্যাচ খেলার পর নারাইন ডালাসে এলএ নাইট রাইডার্সের হয়ে রোববার দিবাগত রাতে দ্বিতীয় ম্যাচ খেলবেন। যদি সারে ব্লাস্টের ফাইনালে ওঠে, তাহলে নারাইনকে ৭৫ ঘণ্টার মধ্যে এই চার ম্যাচ খেলতে হতে পারে। যেখানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপ মহাদেশ থেকে আমেরিকা মহাদেশে দুইবার করে যাতায়াত করতে হবে। প্রতিবার ১৮ ঘণ্টা করে ফ্লাইটে কাটাতে হবে তাঁকে। এমন ভ্রমণক্লান্তি শেষে আদৌ কি মাঠে নামা সম্ভব হবে নারাইনের? 

তবে নারাইনের সফরসূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে সতীর্থ সম্পর্কে সারের অধিনায়ক ক্রিস জর্ডান ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘এটাই পরিকল্পনা। তার সূচি খুবই আঁটসাঁট, আর এখানেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অবস্থাটা ঠিক স্পষ্ট হয়। খেলার শুরু থেকে আমি এটার চ্যালেঞ্জ সম্পর্কে জানি, তবে অঙ্গীকার থাকলে সবকিছু ঠিক হয়ে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত